ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়েই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪০, ২৬ জানুয়ারি ২০১৬

ব্যাটিংয়েই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

মোঃ মামুন রশীদ ॥ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর আর কোন বিশ্রামই নেয়নি বাংলাদেশ। একদিন বিরতি দিয়েই ২৫ ক্রিকেটারকে নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে মাশরাফি বিন মর্তুজার দল। এটি আসন্ন এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজে ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর রহীম ও মুস্তাফিজুর রহমান। রবিবার প্রথম দিনের অনুশীলনে ছিলেন না এ দুই ক্রিকেটার। তবে পরিপূর্ণ ফিট না হলেও সোমবার দ্বিতীয় দিন যোগ দিয়েছেন দু’জনই। এছাড়া প্রাথমিক দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে আরও দু’জন। নতুন করে ডাক পেয়েছেন দুই স্পিনার জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীব। খুলনায় মোট ১০ দিনের অনুশীলন মূলত বাংলাদেশ দলের ব্যাটিংয়েই বেশি জোর দেয়া হবে। আর ক্রিকেটারদের মানসিক উন্নতির জন্য ব্যক্তিগতভাবে সবার সঙ্গে কাজ করবেন মনোবিদ ড. ফিল। টানা বড় দুটি টুর্নামেন্ট। টি২০ ফরমেটের এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে। যদিও আগেভাগেই ঘোষণা হয়ে যাচ্ছে এশিয়া কাপের দল। কিন্তু সব ক্রিকেটারকে নিয়েই অনুশীলন চলবে। টি২০ বিশ্বকাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ৩ ফেব্রয়ারি। কিন্তু আর কোন ম্যাচ প্র্যাকটিসের সুযোগ নেই। তাই দুই দলে বিভক্ত হয়ে তিনটি টি২০ খেলবেন ক্রিকেটাররা। টি২০ ক্রিকেটে দলের দুর্বলতা এখনও কাটেনি সেটা আরেকবার স্পষ্ট হয়েছে আবারও ঘরের মাঠে জিম্বাবুইয়ের সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষ করার মধ্য দিয়ে। অথচ টানা দুই ম্যাচ জিতেছিল মাশরাফি বিন মর্তুজার দল। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে অবস্থান জিম্বাবুইয়ের। সম্প্রতিই সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের কাছে তারা ঘরের মাঠে ও আরব আমিরাতে দুটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ হেরেছে। কিন্তু ১০ নম্বর র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ দল তাদের সঙ্গে সিরিজ ড্র করেছে। সেটার কুফল পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আরেক ধাপ অবনমিত হয়ে ১১ নম্বরে নামা বাংলাদেশের রেটিং এখন ৬৪। বাংলাদেশের ওপরে এমনকি দুই সহযোগী দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ড। সে জন্য টি২০ বিশ্বকাপে সুপার টেন পর্ব খেলা নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। তবে এর আগে ঘরের মাঠে এশিয়া কাপ টি২০ খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। সেই লক্ষ্যেই খুলনায় অনুশীলন করছে বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজটাতেও দেখা গেছে বাংলাদেশের ব্যাটিংটাই পরাজয়ের প্রধান কারণ। যে মেজাজের ব্যাটিং প্রয়োজন সেটা দেখাতে পারেনি বাংলাদেশ দল। এখন পর্যন্ত সর্বাধিক ১৬৪ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। আর জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ১৬৩ রান টপকে যায় পরে ব্যাটিং করে। ওই ম্যাচটির পর মনে হয়েছিল রান তাড়া করার ক্ষেত্রে দল বেশ এগিয়েছে। কিন্তু তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচে যথাক্রমে ১৮৭ ও ১৮০ রান আর টপকাতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিংয়ে ব্যর্থতা ফুটে উঠেছে। তাই খুলনার ১০ দিনের অনুশীলনে মূলত ব্যাটিংয়ের ওপরই জোর দেয়া হচ্ছে। কোচ চান্দিকা হাতুরাসিংহেও ব্যাটসম্যানদের মধ্যে টি২০ ক্রিকেটের মেজাজ তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। তাছাড়া মানসিক শক্তি, আত্মবিশ্বাস বাড়াতে প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্লাস নিচ্ছেন মনোবিদ ড. ফিল। জিম্বাবুইয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে কাঁধে আঘাত পেয়েছিলেন মুস্তাফিজ, ১ বল বাকি থাকতেই মাঠ ছেড়েছিলেন তিনি। আর ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে মাঝপথেই মাঠ ছাড়েন মুশফিক। দু’জনই আর শেষ দুই ম্যাচ খেলেননি। মুস্তাফিজকে সতর্কতার কারণে বিশ্রাম দেয়া হলেও মুশফিক পরিপূর্ণ ফিটনেস ফিরে পেয়ে খেলায় ফিরতে সময় লাগবে ২/৩ সপ্তাহ। কিন্তু তবু তিনি সোমবার অনুশীলনে ফিরেছেন। যদিও অপরিহার্য ওপেনার তামিম ইকবালের স্ত্রী সন্তান সম্ভবা। এ কারণে তিনি এশিয়া কাপ খেলবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। কিন্তু জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু রবিবার এক সাক্ষাতকারে দাবি জানিয়েছেন পরিবারকে সময় দিয়ে দেশে ফিরবেন তামিম এবং এশিয়া কাপ খেলবেন।
×