ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব দলের অংশগ্রহণে নির্বাচন- মার্কিন সহায়তা চাইলেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জানুয়ারি ২০১৬

সব দলের অংশগ্রহণে  নির্বাচন- মার্কিন  সহায়তা চাইলেন  খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লম বার্নিকাটের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা কামনা করেন। জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি তাকে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহায়তা দেয়ার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন বর্তমান সরকার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। সোমাবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে উল্লেখ করেন। যা হয়রানিমূলক। এছাড়া রাজপথে বিরোধী দলের স্বাভাবিক রাজনেতিক কর্মসূচী পালন করতে না দেয়ার বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতের নজরে আনেন খালেদা জিয়া। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। প্রায় একঘণ্টাব্যাপী দুজনের মধ্যে বৈঠক চলে। গুলশানে খালেদার বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ। সরকার পুলিশ ও মামলায় ভর করে ক্ষমতায় টিকে আছে- খালেদা ॥ বর্তমান সরকার পুলিশ ও মামলার ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বর্তমান সংসদকে সোকলড্ সংসদ বলে মন্তব্য করে তিনি বলেন, এই সংসদের কেউই নির্বাচিত সদস্য নন, তারা সবাই স্বঘোষিত সংসদ সদস্য। তিনি বলেন, দেশে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলার কেউ নেই। তিনি কৃষি উপকরণের দাম কমানোর এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল নির্ধারণের দাবি জানান। অন্য একটি দেশের স্বার্থরক্ষা ও সরকারের ভুল নীতির কারণে কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি এবং কৃষক এগোতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। আমরা মিডিয়ায় দেখতে পাই, সারাবিশ্বে অধিকার আদায়ে কৃষকরা আন্দোলন করছেন। আমাদেরও সেই আন্দোলন করতে হবে। তবে, এ আন্দোলন যেন কোন সহিংস আন্দোলন না হয়, শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায় করতে হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমুখ।
×