ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের কর্মকর্তাদের কর্মবণ্টন

প্রকাশিত: ০০:১৫, ২৪ জানুয়ারি ২০১৬

সুপ্রীমকোর্টের  কর্মকর্তাদের কর্মবণ্টন

স্টাফ রিপোর্টার॥ সুপ্রীমকোর্টের প্রশাসনিক কাজ পরিচালনার স্বার্থে ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও সমপর্যায়ের কর্মকর্তাদের কর্মবণ্টন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত কর্মবন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে গত ২০ জানুয়ারি থেকে এই পদ্ধতিতে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ কামাল হোসেন শিকদার, ডেপুটি রেজিস্ট্রার (সার্বিক ও আদি অধিক্ষেত্র) সাধারণ ও সংস্থাপন শাখা, পরিবহন শাখা, আদিম দেওয়ানি শাখা, কোর্ট অফিসার শাখা (কোর্ট কিপার শাখা) নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। মো. আজিজুল হক,ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) পত্র বিনিময় শাখা, নিয়োগ শাখা, ইন্সপেকশন শাখা, বাজেট শাখা, ক্রয় শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।ফারজানা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) হিসাব শাখা-১, ২ ও ৩, সুপ্রিমকোর্ট মেডিকেলসেন্টার, ডে-কেয়ার সেন্টার,বেঞ্চ শাখা, ডিক্রি শাখা, সুপ্রিম কোর্ট জাদুঘর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।শরীফুল আলম ভূঁঞা, ডেপুটি-রেজিস্ট্রার ( বিবরণী শাখা, আদান-প্রদান শাখা, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, লাইব্রেরি শাখা, রেফারেন্স শাখা, রিট শাখা, বিচারপতিদের অভ্যন্তরীণ প্রটোকল (সফর প্রোগ্রামসহ) বৈদেশিক প্রটোকল (সফর প্রোগ্রামসহ) নিয়ন্ত্রণ ও তত্তবাধান করবেন। অন্যান্য কর্মকর্তাদের মধ্যেও দপ্ত র বন্টন করা হয়েছে।
×