ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবলা শিল্পী শঙ্কর ঘোষের জীবনাবসান

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জানুয়ারি ২০১৬

তবলা শিল্পী শঙ্কর ঘোষের জীবনাবসান

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের বিশিষ্ট তবলাশিল্পী প-িত শঙ্কর ঘোষ আর নেই। দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার পরিবারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম। গণমাধ্যমটি জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ দিন কোমায় ছিলেন অশীতিপর এই শিল্পী। এ প্রসঙ্গে পুত্রবধূ জয়া শীল ঘোষ জানান, শুক্রবার রাত নয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প-িত শঙ্কর ঘোষের ছেলে বিশিষ্ট তালবাদ্যশিল্পী বিক্রম ঘোষ টুইটারে জানিয়েছেন, আমরা তবলার সম্রাটকে হারালাম। আমার প্রিয় বাবা! ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে অন্যতম অনুষঙ্গ মার্গ সঙ্গীতের ফারুখাবাদ ঘরানার অনুসারী শঙ্কর ঘোষ ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় তবলিয়া। তার মৃত্যুতে ভারতীয় সঙ্গীতাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন। ১৯৫৩ সালে কলকাতায় প-িত জ্ঞান প্রকাশ ঘোষের কাছে তবলা শিক্ষা শুরু হয় প-িত শঙ্কর ঘোষের। ওস্তাদ ফিরোজ খান, প-িত অনাথ নাথ বোস ও প-িত সুদর্শন অধিকারীর কাছেও তালিম নিয়েছেন তিনি। ১৯৬৮ সালে ওস্তাদ আলি আকবর খানের সঙ্গে যুক্তরাষ্ট সফর করেন প-িত শঙ্কর ঘোষ। প-িত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খান, প-িত নিখিল ব্যানার্জী, প-িত ভি জি যোগের সঙ্গেও বিদেশ সফর করেছেন শঙ্কর ঘোষ। বড়ে গুলাম আলি খান, ওঙ্কানাথ ঠাকুর, গিরিজা দেবী, আখতারি বাইয়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গেও তবলায় সঙ্গত করেছেন তিনি। প-িত শঙ্কর ঘোষ আইটিসি সঙ্গীত রিসার্চ এ্যাকাডেমি এ্যাওয়ার্ড এবং ওস্তাদ হাফিজ আলি খান সম্মানে ভূষিত হয়েছেন। ২০০০ সালে সঙ্গীত নাটক এ্যাকাডেমি পুরস্কার পান তিনি।
×