ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযান

চার হাসপাতালকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৭:৫০, ২২ জানুয়ারি ২০১৬

চার হাসপাতালকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চারটি হাসপাতাল থেকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। নেতৃত্ব দেন র‌্যাব-১০ এর উপ-পরিচালক মেজর তৌফিকুল বারী। বিচারক ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড়ের ১০৫ নম্বর রোকেয়া টাওয়ারে অবস্থিত ‘কিউর জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোছাঃ রাহিমা হেমায়েত এবং ম্যানেজার লিটন সরকারকে মোট ৩ লাখ টাকা, যাত্রাবাড়ী থানাধীন ২৭০/১ দক্ষিণ যাত্রাবাড়ীর জেইসী জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোছাঃ বিলকিস খাতুনকে ২ লাখ টাকা এবং ১১০/১ নম্বর পশ্চিম ধোলাইপাড়ের ইউনিকেয়ার জেনারেল হাসপাতালের মালিক মোঃ মোখলেছুর রহমানের কাছ থেকে দেড় লাখ টাকা এবং ২৬৫/এ দক্ষিণ যাত্রাবাড়ীর এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ সাইফুল ইসলামকে ২ লাখ ৫ হাজার টাকা সর্বমোট সাড়ে ৮ লাখ টাকার উপরে জরিমানা করে তা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।
×