ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ের লড়াই আজ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৩৯, ২২ জানুয়ারি ২০১৬

সিরিজ জয়ের লড়াই আজ বাংলাদেশের

মোঃ মামুন রশীদ ॥ বুধবার তৃতীয় ম্যাচেই সুযোগটা ছিল। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে চার ম্যাচের টি২০ সিরিজ হয়ে যেত মাশরাফি বিন মর্তুজা বাহিনীর। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার এ সিরিজে তৃতীয় ম্যাচটায় যে ৫ পরিবর্তন আনা হয়েছিল সেটাই যেন হিতে বিপরীত হয়েছে। ৩১ রানে জিতে সিরিজে নিজেদের টিকিয়ে রেখেছে সফরকারী জিম্বাবুইয়ে। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টি২০ ম্যাচে দুই দলেরই জয়ের অভিন্ন লক্ষ্য। সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে চায় স্বাগতিক বাংলাদেশ। আর জিতে সমতা নিয়ে শেষ করতে চায় জিম্বাবুইয়ে। জয়ী দলের কম্বিনেশন ভাঙ্গার ক্ষেত্রে এক অভিনব কাজই করে দেখিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে চার ম্যাচের টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তৃতীয় টি২০তে একসঙ্গে ৫টি পরিবর্তন আনা হয়। এর মধ্যে চার তরুণেরই হয়েছে অভিষেক। অভিজ্ঞতার অভাবটাই পরাজয় দেখিয়েছে বাংলাদেশকে। বছরের প্রথম পরাজয়টা জিম্বাবুইয়ের কাছেই হলো। তবে সেই দলটাই আবার মুখোমুখি হবে জিম্বাবুইয়ের। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য দাবি করেছেন পরীক্ষা-নিরীক্ষার কারণে পরাজয় এসেছে বিষয়টি এমন নয়। তিনি এ বিষয়ে বলেন, ‘আমাদের বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যাচ ও এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলতে হবে। মূল বিশ্বকাপের আগেও কিন্তু তিনটি প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে হবে। যদি কোন না কোন কারণে কেউ ইনজুরিতে পড়ে তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রস্তুত করতে হবে। এসব চিন্তা করেই এগুলো আসছে। এটা মনে রাখতে হবে সবাই জাতীয় দলে খেলার মতো যোগ্য ক্রিকেটার। তারা যোগ্য বলেই আজ জাতীয় দলে খেলছে। একটা না একটা সময়ে তাদের অভিষেক হতোই।’ বাংলাদেশ আত্মবিশ্বাসী আজ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। একটি পরাজয় আসতেই পারে, সে জন্য হাল ছাড়েননি ক্রিকেটাররা। এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমরা সব সময় মনে করি আমরা হারতে পারি, জিততে পারি। মাঠে আমরা সব সময় জয়ের জন্যই খেলি। জিম্বাবুইয়ে আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। টি২০তে সবাই শক্তিশালী। আমার মনে হয় আমাদের বিশ্বাস আছে কালকে (আজ) আমরা ঘুরে দাঁড়াব।’ জিতলেই বছরটা টাইগাররা সফল একটি সিরিজ দিয়েই শুরু করবে। গত নবেম্বরে দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ-জিম্বাবুইয়ে। সেবারও প্রথম ম্যাচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া জিম্বাবুইয়ে টানটান উত্তেজনার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল নাটকীয়ভাবে। এবারও সেই একই স্বপ্ন সফরকারীদের। টানা দুই ম্যাচে সহজেই আত্মসমর্পণ করার পর তৃতীয় ম্যাচ ছিল তাদের জন্য বাঁচা-মরার। সেই ম্যাচে সব বিভাগেই বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই জয় তুলে নিয়েছে জিম্বাবুইয়ে। জয়ের পর উজ্জীবিত জিম্বাবুইয়ের এখন লক্ষ্য সিরিজে সমতা আনার। আজ শেষ ম্যাচে তাই বাংলাদেশের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জই জানাবে জিম্বাবুইয়ে।
×