ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:১৩, ২২ জানুয়ারি ২০১৬

বরিশালে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের ২০ হাজার টাকা না পেয়ে রেশমা বেগম নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছে পাষ- স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত ওই গৃহবধূকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটি গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের। জানা গেছে, ওই গ্রামের আবুল কালামের কন্যা রেশমা বেগমের (২৩) সঙ্গে পাঁচ বছর আাগে প্রতিবেশী তৈয়ব আলী বেপারীর পুত্র আমিনুল বেপারীর বিয়ে হয়। বিয়ের সময় ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করা হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই এক লাখ টাকা যৌতুকের জন্য স্বামীসহ তার পরিবারের সদস্যরা রেশমাকে শারীরিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত এক সপ্তাহ আগে ৮০ হাজার টাকা দেয়া হয়। বাকি ২০ হাজার টাকার জন্য বুধবার বিকেলে গৃহবধূ রেশমাকে অমানুর্ষিক নির্যাতন করা হয়। সন্ধ্যায় প্রতিবেশীরা রেশমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রেশমা বেগম বাদী হয়ে ওইদিন রাতেই স্বামী আমিনুল বেপারী, দেবর আল-আমিন ও শাশুড়ি মাহমুদাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ১২ দিন পর পাওয়া গেল কিশোরীর ঝুলন্ত লাশ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২১ জানুয়ারি ॥ উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট বাদুরখীল ত্রিপুরা থেকে নিখোঁজ হওয়া আছমা আকতার (১৪) নামে এক কিশোরীর লাশ স্থানীয় জঙ্গল থেকে বুধবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে ঐ এলাকার জনৈক শাহ আলমের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, কে বা কারা আছমাকে অপহরণ করে নিয়ে গিয়ে ১১ দিন যাবত অজ্ঞাত স্থানে গুম করে রাখে। পরে, বুধবার বিকেলে স্থানীয় জনতা আছমার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে ভূজপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মোল্লা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। নওগাঁয় নদী ভাঙ্গনে মন্দির ও শ্মশান বিলীনের পথে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ জানুয়ারি ॥ নদী ভাঙ্গনের কবলে পড়ে নওগাঁর বদলগাছী উপজেলা সদরে ছোট যমুনা নদীর ডান কোল ঘেঁষে মহাশ্মশানটি ও সংলগ্ন ছেলাকালি মন্দিরটি বিলীন হতে চলেছে। চলতি খরা মৌসুমে শ্মশান ও মন্দিরটির নদী তীরের গা ঘেঁষে মাটি ভরাট না করলে আগামী বর্ষা মৌসুমে এর স্মৃতি চিহ্ন খুঁজে পাওয়া দুস্কর হয়ে পড়বে। সরেজমিনে দেখা গেছে, নদীর বাঁক হওয়ার কারণে বর্ষা মৌসুমে প্রবল স্রোতে মহাশ্মশান ও ছেলাকালির মন্দিরের পেছনে সরাসরি আঘাত করে তীরবর্তী মাটি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়েছে। এতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বিপরীত পাশে উঁচু চর সৃষ্টি হয়েছে। ছেলা কালি মন্দির কমিটি ও বদলগাছী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুহিন কান্তি চৌধুরী পঙ্কজ জানান, মন্দির ও শ্মশান রক্ষায় নদীর প্রকৃত গতিপথ ফিরিয়ে আনা দরকার। ইতোমধ্যেই তার কিছুটা সূচনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, স্থানীয় কিছু ঠিকাদার বালুমহাল লিজ নিয়ে নদীর বুকের উঁচু চর কেটে বালু তুলছে। রামেকের ছাত্রী হোস্টেল কক্ষে আগুন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ডাঃ আয়েশা সিদ্দিকা হলের একটি কক্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভবনের তিন তলার ৩০৫ নম্বর কক্ষে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ওই কক্ষের সব আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হোস্টেলের ৩০৫ নম্বর তালাবদ্ধ কক্ষের ভিতরে থাকা হিটারের আগুন থেকেই অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
×