ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাগরদাঁড়িতে মধুমেলা শুরু কাল

প্রকাশিত: ০৪:২৬, ২১ জানুয়ারি ২০১৬

সাগরদাঁড়িতে মধুমেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। ইতোমধ্যে কবির জন্মজয়ন্তী ও মেলাকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে কপোতাক্ষ পারের সাগরদাঁড়ি। মধুভক্তদের আনাগোনায় উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের আগমন ঘটবে। তাদের কাছে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরতে চলছে নানা প্রস্তুতি। সাগরদাঁড়িতে আগামীকাল বেলা ৩টায় জন্মবার্ষিকী ও মধুমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, শেখ আফিলউদ্দীন এমপি, এ্যাডভোকেট মনিরুল ইসলাম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, আমনের রণজিৎ কুমার রায় এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম, জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা কমান্ডার রাজেক আহমেদ, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মধুমেলা আয়োজক কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বক্তব্য রাখবেন কেশবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম এমকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, কেন্দ্রীয় উপ-গণশিক্ষা সম্পাদক দেবাশীষ আইচ। স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব শরীফ রায়হান কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে মধুমঞ্চে মুক্ত আলোচনায় অংশ নেবেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, কেশবপুর থানার অফিসার সহিদুল ইসলাম সহিদ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শহিদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার মাঠে কৃষিমেলার প্রদর্শনী, যাত্রা, সার্কাস, জাদু ও পুতুল নাচ ভ্যারাইটি শো’র ব্যবস্থা থাকবে। কেশবপুরের মধুভক্ত ও সুস্থধারার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল বিভিন্ন সময়ে চলা যাত্রা, পুতুল নাচ, জাদু, ভ্যারাইটি শো প্রদর্শনীর নামে উঠতি বয়সী প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করার অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, মেলার আয়োজন যেন কোন অবস্থাতে মহাকবির ভাবমূর্তিকে বিনষ্ট না করে। মধু জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর মধুমেলা অশ্লীলতামুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে অনুপ্রাণিত হয়েছেন লাখো মধুভক্ত। এদিকে ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরের কেশবপুরে আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ধন্য সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
×