ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েট শিক্ষক সমিতি নির্বাচনে

নীরেন-আলীম প্যানেল জয়ী

প্রকাশিত: ০৪:২১, ২১ জানুয়ারি ২০১৬

নীরেন-আলীম প্যানেল জয়ী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীরেন-আলীম প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রুয়েটের হিটইঞ্জিন ল্যাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলেকট্রনিক এ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ। ফলাফলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীরেন-আলীম প্যানেল ১১টি পদের মধ্যে ১০টি পদে বিপূল ভোটে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ মফিজ-রাজ্জাক প্যানেলে কেউ বিজয়ী হয়নি। তবে যুগ্ম- সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকট্রনিক এ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের ড. ফারুক হোসেন জয়লাভ করেছেন। সভাপতি পদে যন্ত্রকৌশল অনুষদের ডীন নীরেন্দ্র নাথ মুস্তাফী ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল আলীম ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. ফারুক হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. রবিউল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ আলী। নর্দান ভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার বুধবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘দারিদ্র্য নির্মূলকরণ প্রক্রিয়া’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি আন্তর্জাতিক সেন্টারে বনানী, ঢাকা অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার পিরাক প্রদেশের চীফ মিনিস্টার দাতো সেরি ড. জামব্রি আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ । সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, সাবেক উপাচার্য প্রফেসর ড. শামছুল হক, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার লে. কর্নেল (অব) একতেদার আহমদ সিদ্দিকী, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, গবর্নেন্স এন্ড পাবলিক পলিসি ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. কাজী সাহাদাত কবীর । সেমিনার শেষে প্রধান অতিথি মালয়েশিয়ার পিরাক প্রদেশের চীফ মিনিস্টার দাতো সেরি ড. জামব্রি আবদুল কাদেরকে ধন্যবাদ জানান নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটিতে গেস্ট লেকচার দেশের বিশেষায়িত প্রথম ও একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিড্নি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. দাউদ হাসান মেরিটাইম সেফ্টি এন্ড সিকিউরিটির উপর বক্তৃতা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন, বিএসপি, এনডিসি, পিএসসি, ডিন কমোডর এম জিয়াউদ্দিন আলমগীর (এল), এনজিপি, এফডিসি, পিএসসি, বিএন, অনুষদ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি পৌর নির্বাচনে মনোনয়ন দাখিল নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২০ জানুয়ারি ॥ চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুই মেয়রপ্রার্থীসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
×