ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একমির বিডিং আগামী ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৩:৪৯, ২১ জানুয়ারি ২০১৬

একমির বিডিং আগামী ১ ফেব্রুয়ারি

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া একমি ল্যাবরেটরিজের বিডিং আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। ওইদিন বেলা সাড়ে ৩টায় বিডিং শুরু হবে এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায়। অর্থাৎ টানা ৪৮ ঘণ্টা এ বিডিং চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসির ৫৬১তম সভায় এ কোম্পানির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়েছিল। স্টক এক্সচেঞ্জের একক ও সমন্বিত বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বিডিং অনুষ্ঠিত হবে। অনুমোদিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ বিডিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। বিডিং প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিটির আইপিও মূল্য নির্ধারিত হবে। কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি পুঁজি উত্তোলন করে ৩টি নতুন প্রকল্প বাস্তবায়ন এবং প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) খরচ খাতে ব্যয় করবে। -অর্থনৈতিক রিপোর্টার সামিট পোর্টের রাইট শেয়ার আবেদন ৩০ মার্চ রাইট অনুমোদন পাওয়া সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের রাইট আবেদন শুরু আগামী ৩০ মার্চ। চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম সভায় সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। জানা যায়, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা অনুযায়ী ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে জমি ক্রয় ও মেয়াদি ঋণ পরিশোধ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×