ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুল কলেজের গেটে নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৮, ২০ জানুয়ারি ২০১৬

স্কুল কলেজের গেটে নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ সকল মহানগর ও জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয় বলে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার সাধারণ, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজী মাধ্যমের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ আদেশ জারি করেছে। এদিকে অপর এক পরিপত্রে মন্ত্রণালয় বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। জানা গেছে, সম্প্রতি বেতন-ফি বাড়ানো নিয়ে দেশের নানা স্থানে বিদ্যালয়গুলোর সামনে অভিভাবকদের বিক্ষোভের সময় নানা অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে। নির্দেশ দেয়া হয়েছে ক্লাস চলাকালীন শিক্ষক-কর্মচারী ছাড়া অন্যদের অবস্থান নিয়ন্ত্রণেরও। এছাড়া শিক্ষকদের নিয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ভিজিলেন্স টিম গঠনেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। মন্ত্রণালয় ঢাকাসহ অন্য মহানগরী ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পরিপত্রে বলা হয়, বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠাসমূহে নিয়মিত পাঠদান বিঘিœত হয়, শিক্ষাশৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পতিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। পরিবেশ সুন্দর রাখার জন্য শিক্ষামন্ত্রী নিজেও বিভিন্ন সময় আলোচনা কেরেছেন। কিভাবে ভাল করার যায় তা নিয়ে কথা বলেছেন। এরই মধ্যে সম্প্রতি বেতন বাড়ানোকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবকরা আন্দোলন করছেন। বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান ॥ বাল্যবিবাহ রোধে ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার দফা দাবি বাস্তবায়নে শিক্ষক সমিতির আল্টিমেটাম ॥ মঙ্গলবার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চার দফা দাবি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মেনে নেয়া না হলে লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
×