ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফাতেমা আক্তারের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ জানুয়ারি ২০১৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফাতেমা আক্তারের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফাতেমা আক্তারের (৪৭) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। বর্তমানে সে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর রফিউদ্দিনের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার সব রিপোর্ট পর্যবেক্ষণ করে বোনম্যারো স্থাপনের জরুরী পরামর্শ দিয়েছেন। এজন্য প্রয়োজন ২০ লাখ টাকা। কিন্তু তার স্বামী একজন মাদ্রাসা শিক্ষক। ইতোমধ্যে স্ত্রীর চিকিৎসায় তার ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে স্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি ফাতেমা আক্তারের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন: হাফেজ আব্দুর জব্বার, ব্যাংক হিসাব নং ২০৫.০১৯.১০২.০২৬.৯৪৬০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মহাখালী শাখা। অথবা মোবাইল যোগাযোগ ০১৭২৬৮১৯৯১৬ (বিকাশ করা)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটাতে সাহায্য করে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×