ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ১৯ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

দুর্নীতির দায়ে বদলি স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শান্ত ব্যানার্জি ও লাইনম্যান শ্যামল দাসকে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে শান্ত ব্যানার্জির বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে। একইভাবে শ্যামল দাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এ তদন্ত করেন এবং তাদের বদলির আদেশ দেন। সোনার দোকানে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ সোমবার ভোরে হবিগঞ্জ শহরে পান্না শিল্পালয় জুয়েলার্সে ডাকাতি হয়েছে। সিন্ধুক ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অন্তত কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। জুয়েলার্সের মালিক লিটন গোপ জানান, তিনি রবিবার রাতে প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ঘুমুতে যান। সোমবার ভোরে দোকানের সবকটি তালা ভেঙ্গে ও সার্টার কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরে তারা সিন্ধুকের তালাও ভেঙ্গে ফেলে। একপর্যায়ে ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায়। রাতে টহল পুলিশের কর্মকর্তা দায়িত্ব পালনে উদাসীন ছিলেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মিথ্যা মামলার অভিযোগ সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যোদ্ধা পত্রিকার সম্পাদক শাকিল রানার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে গতকাল সোমবার সকালে সোনারগাঁয়ে টিপরদী এলাকায় সংবাদ সম্মেলন করেছে পত্রিকার সম্পাদক । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি পৌরসভায় টিপরদী এলাকার আলমগীরের সঙ্গে মোগরাপাড়া চৌরাস্তার অন্য এক ব্যক্তির সঙ্গে ঝগড়া হয়। এ সময় আমি ও আমার চাচা সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন দুজনকে ডেকে ঝগড়া মীমাংসা করা জন্য চেষ্টা করি। এক পর্যায়ে আলামিন আমার চাচার ওপর মারমুখী হয়ে এগিয়ে এলে আমরা ওই স্থান ত্যাগ করি। পরে জানতে পারি আলামিনের বাবা মোস্তাফা কামাল বাদী হয়ে থানায় আমাকে ও আমার চাচাকে জড়িয়ে আরও ৭Ñ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তুলাবাহী পিকআপে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ আড়াইহাজারে তুলাভর্তি পিকআপভ্যানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে চালক হুমায়ুন কবির (৪০) দগ্ধ হয়েছে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকা-ে তুলাসহ পিকআকভ্যানটি পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দুপ্তারা এলাকায়। ইবিতে প্রথম নারী ডিন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইতিহাসে প্রথম নারী ডীন হিসেবে অধ্যাপক ড. নুরুন নাহার দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে। সোমবার বেলা ১১টায় মীর মোশাররফ হোসেন একাডেমি ভবনের সভাকক্ষে আইন ও শরীয়াহ অনুষদের ডীন হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আইন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আব্দুল করিম খানের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ডীন অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সাবেক ডীন অধ্যাপক ড. আক্রাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. রেবা ম-ল, আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান ম-লসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অভিযুক্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। মানববন্ধনে স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মজিদ মোল্লা, খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রমুখ। বক্তারা শিক্ষকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বখাটে উত্তম দাস পাটনীর দ্রুত বিচার দাবি জানান। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ সোমবার সকালে চাল কল মালিক গ্রুপের পক্ষ থেকে দুস্থ অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রহমান মিন্টু প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথা, সহ-সভাপতি ইমদাদুল হক, সম্পাদক জুলমত হায়দার, যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ ম-ল, দফতর সম্পাদক সাইদার হোসেন, উপদেষ্টা ইসরাইল হোসেন ম-ল, সদস্য আবুল হাসেম, আসিনুর রহমান সরদার, সাইদুর রহমান, আমিরুল ইসলাম ও আইয়ুব আলী উপস্থিত ছিলেন। রেললাইন দাবি নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রুটে রেল লাইন নির্মাণের দাবিতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়ের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার রাতে মানিকগঞ্জ শহরের নিজ বাসায় সংসদ সদস্যের কাছে প্রেসক্লাব ও বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, দীপক ঘোষ প্রমুখ।
×