ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩ বছরের মধ্যে সবচেয়ে কম

এবার ইরানের ধাক্কা ॥ তেলের ব্যারেল ২৮ ডলারের নিচে

প্রকাশিত: ০৪:১৮, ১৯ জানুয়ারি ২০১৬

এবার ইরানের ধাক্কা ॥ তেলের ব্যারেল ২৮ ডলারের নিচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠেছে। এতে খুব শীঘ্র তেল রফতানি বাজারে নতুন করে যুক্ত হতে যাচ্ছে দেশটি। আর এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব তেল বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে উন্নত মানের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি ২৮ ডলারের নিচে; গত ১৩ বছরের মধ্যে যা সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ দিনে ৫ লাখ ব্যারেল তেল বাজারে নতুন করে যোগ হওয়া। এছাড়া চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতির শঙ্কা তো আছেই। সবমিলিয়ে এ বাজার এখন অস্থিতিশীলতার মধ্য রয়েছে। দর আরও কমতে পারে বলেও মনে করছেন অনেকে। বিবিসির এক খবরে বলা হচ্ছে, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্কে লেনদেনের এক পর্যায়ে উন্নতমানের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয় ব্যারেলপ্রতি ২৯.২৫ ডলারে। কিন্তু শেষ পর্যন্ত বাজার তা ধরে রাখতে পারেনি। দাম কমে বিক্রি হয় ২৭.৬৭ মার্কিন ডলারে। ২০০৩ সালের পর যা সবচেয়ে কম। এদিন ইউএস ক্রুড তেলও (অপরিশোধিত জ্বালানি তেল) বিক্রি হয় ব্যারেলে ২৮.৮৬ ডলারে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) থেকে গত শনিবার জানানো হয়, পরমাণু চুক্তির শর্তাবলী পূরণ করেছে ইরান। এরপরই বহুল প্রত্যাশিত সবুজ সংকেত দেখানো হলো ইরানকে। চুক্তি অনুযায়ী ইরানের ওপর চলতে থাকা আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ইউএস এনার্জি ইনফরমেশন এজেন্সির তথ্য অনুযায়ী, বিশ্বে তেল রিজার্ভে ৪র্থ বৃহত্তম দেশ ইরান। এমনিতেই দৈনিক তেলের অতিরিক্ত সরবরাহ থাকে ১০ লাখ ব্যারেল; যার ফলে গত দেড় বছরে তেলের দর ৭০ শতাংশের বেশি কমে এসেছে। বাজারে নতুন করে কোনো তেল যুক্ত হওয়া মানেই এই অতিরিক্ত সরবরাহ আরও বাড়িয়ে দেয়া। রিক স্পুনার নামে এক বাজার বিশেষজ্ঞ জানান, তেল বিক্রি করতে মুখিয়ে আছে ইরান। এই মুহূর্তে তাদের মজুতও অনেক। তারা যদি বাজারে ফিরে আসে তবে তেলের সরবরাহ আরও বাড়বে; যার ফলে দর আরও কমতে পারে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দাম সমন্বয় করতে অতীতে তেলের উৎপাদন কমিয়েছে আন্তর্জাতিক বাজারে তেল রফতানিকারকদের প্রতিষ্ঠান ওপেক। কিন্তু সৌদি আরব বিরোধিতা করায় এবার তা আর সম্ভব হয়নি। দেশটির ৭০ শতাংশ আয় আসে তেল রফতানি থেকে। তাই তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসেনি দেশটি। এইচএসবিসির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গ্যালিভার মনে করেন, এ বছর তেলের দাম ব্যারেলপ্রতি ২৫ থেকে ৪০ ডলারের মধ্য থাকবে।
×