ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

পিতাপুত্র, অধ্যক্ষসহ হত ৬

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ জানুয়ারি ২০১৬

পিতাপুত্র, অধ্যক্ষসহ হত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় পিতা-পুত্র এবং মাদারীপুরে অধ্যক্ষ ও কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজার ও মাগুরায় একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়া ॥ রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র মারা যান। নিহতরা হচ্ছেন শহরের কাজিপাড়া মহলার মোহাম্মদ রনি (৩২) ও তার ছেলে আদফান হোসেন (৯)। মোটরসাইকেল আরোহীরা সুহিলপুর থেকে বিশ্বরোড যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এদিকে, ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারমপুরে সকালে ট্রাক, বাস, পিকআপ ও অটোরিক্সার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মাদারীপুর ॥ রবিবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় রাজৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক অধ্যক্ষ শচীন্দ্র নাথ কির্ত্তনীয়া (৬৫) ও উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার সরকার (৪০) নিহত হয়েছে । জানা গেছে, রবিবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস ও মাদারীপুরগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় বঙ্গরতœ কলেজের সাবেক অধ্যক্ষ শচীন্দ্র নাথ কির্ত্তনীয়া নিহত হয়। দুর্ঘটনায় আহত রাজৈর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ও কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায় । নিহত দুজনই রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের বাসিন্দা। কক্সবাজার ॥ রামু দক্ষিণ মিঠাছড়িতে ট্রাক-পিয়াজিও গাড়ির সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে কক্সবাজার- টেকনাফ সড়কে কাঠিরমাথা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত সকলে পিয়াজিও গাড়ির যাত্রী। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মাগুরা ॥ রবিবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সরকারী বালক বিদ্যালয়ের সামনে অটোরিক্সার চাপায় রূপবান বেগম (৫৬) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত রূপবান শহরের স্টেডিয়াম পাড়ার ফুল মিয়ার স্ত্রী।
×