ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ইন্স্যুরেন্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০১৬

নওগাঁয় ইন্স্যুরেন্সের  বিরুদ্ধে প্রতারণার  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জানুয়ারি ॥ নওগাঁয় ব্র্যাক ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার বরাবর একাধিকবার আবেদন করেও কোন সুফল মেলেনি। জানা গেছে, নওগাঁ শহরের জহুরা মার্কেটে অবস্থিত মেসার্স মজুমদার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার ও নওগাঁ রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মৃন্ময় দাস মজুমদার তার ব্যবসায়িক প্রয়োজনে ২০১৪ সালে ব্র্যাক ব্যাংক নওগাঁ শাখা থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। একই সঙ্গে ওই ব্যাংকের মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মৃত্যু ঝুঁকির বীমা করেছিলেন। কিন্তু ২০১৫ সালের ১০ মার্চ তিনি হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর পর তার বিধবা পতœী বিজলী দাস মজুমদার নাবালক দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন। তিনি তার মৃত্যুর দালিলিক প্রমাণাদিসহ বীমার শর্তানুযায়ী ঋণ হিসাবটি বীমা কোম্পানির মাধ্যমে সমন্বয় এবং জমাকৃত অর্থ ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন জানান। এর প্রেক্ষিতে বীমা কোম্পানির লোকজন একদিন সকালে তার দুই নাবালক ছেলে ও দোকান কর্মচারীকে বীমার টাকা দেয়ার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরবর্তীতে ওই সাদা কাগজে মৃত মৃন্ময় দাস মজুমদারের ডায়াবেটিস রোগ ছিল বলে মনগড়া কথা লিখে তার মৃত্যু ঝুঁকির টাকা দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ব্যাপারে ব্র্যাক ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার মোঃ আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ব্যাংক নয়, বীমা কোম্পানি ওই গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে পারে। কিন্তু এসব কিছু জানার পর ব্যাংক ওই টাকা পরিশোধের তাগিদ দিয়ে ওই অসহায় পরিবারের প্রতি লীগ্যাল নোটিস করেছে।
×