ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এআইআইবিকে সহযোগিতার আশ্বাস এডিবির

প্রকাশিত: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০১৬

এআইআইবিকে সহযোগিতার আশ্বাস এডিবির

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের (এআইআইবি) যাত্রা শুরু হওয়ায় স্বাগত জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রবিবার ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে এডিবি আন্তরিকভাবে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে। এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুইনকে ইতোমধ্যেই শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও। এতে তিনি বলেন এডিবির ৫০ বছরের কাজ করার অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সেই সঙ্গে উন্নয়নশীল দেশের ৩১টি মাঠ পর্যায়ের অফিসের নেটওয়ার্ক রয়েছে। এগুলো এআইআইবি কাজে লাগাতে পারবে। এতে বলা হয়েছে গত বছরের শেষ দিকে এডিবির বার্ষিক সাধারণ সভার সময় নাকাও ও লিকুইন এক বৈঠকে মিলিত হন। তারা দুজনেই একমত হয়েছেন যে, এশিয়া ও প্যাশিফিক অঞ্চলে বড় ধরনের অবকাঠামো শূন্যতা রয়েছে। এজন্য পরিবেশ ও সামাজিক ভারসাম্য বজায় রেখে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য শক্তিশালী নীতিমালার প্রয়োজন। এডিবি পরামর্শ দিয়ে বলেছে এখন থেকে যৌথ উদ্যোগেও বড় অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, শহরাঞ্চলে পানি সরবরাহসহ বিভিন্ন প্রকল্পে সহ অর্থায়নকারী হিসেবে প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। সূত্র জানায়, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে শনিবার। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লিকে কিয়াং উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন চীনের সাবেক অর্থমন্ত্রী জিন লিকুয়ান। এতে যোগ দিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১০ হাজার কোটি ডলার মূলধন নিয়ে চীনের নেতৃত্বে এআইআইবি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এরপর গত জুনে বাংলাদেশসহ ৫০টি সদস্য দেশ চুক্তি সই করে। বাংলাদেশসহ এর সদস্য বর্তমানে ৫৭টি দেশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন ও সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তা দেয়াই এআইআইবি গঠনের উদ্দেশ্য।
×