ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবে বেতন পাবেন প্রাথমিক স্কুলের ৪৪ পিয়ন?

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জানুয়ারি ২০১৬

কবে বেতন পাবেন প্রাথমিক স্কুলের ৪৪ পিয়ন?

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৬ জানুয়ারি ॥ মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ৪৪ পিয়ন ৯ মাস যাবত কোন বেতন পাচ্ছেন না। দীর্ঘ ৯ মাস বেতন না পওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ঠ সূত্র জানায়, মির্জাপুর উপজেলার ১১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি ধাপে ১১৩ পিয়ন নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৬৯ পিয়ন সরকার থেকে বেতন ভাতা পেলেও শেষের ধাপে ৪৪ টি বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ৪৪ জন পিয়ন শুরু থেকে ৯ মাস কোন বেতন পাচ্ছেন না। জানা গেছে শেষের ধাপে ৪৪টি বিদ্যালয়ে ৪৪ জন পিয়ন নিয়োগ দেওয়া হয়। তারা গত বছর এপ্রিলের ১ তারিখ থেকে কাজে যোগদান করেন। কিন্তু অধ্যাবধি এই ৪৪ পিয়ন কোন বেতন পাননি। দীর্ঘ ৯ মাস বেতন না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে। নিয়োগ প্রাপ্ত অধিকাংশ পিয়নরা ২ থেকে ৩ লাখ টাকা করে ঘুষ দিয়ে চাকুরী নিয়েছেন। কিন্তু তারা এখন বলতেও পারছেন না সইতেও পারছেন না। অনেকে ধারদেনা ও ঋণ করে টাকা যোগাড় করে চাকরি নিয়েছেন বলে জানা গেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সরকার দলীয় নেতারা পকেট ভারী করে এই পিয়ন নিযোগ দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তেলিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পাওয়া পিয়ন জসিম উদ্দিন বলেন, কাজ করে যাচ্ছি কিন্তু বেতন পাচ্ছিনা। বেতন না পাওয়ায় সংসার খারাপ অবস্থায় চলছে বলে তিনি জানান। একই কথা জানালেন, মুশুরিয়াঘোনা ও ইচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পাওয়া পিয়ন বিকাশ চন্দ্র মন্ডল ও সজীব দেওয়ান। উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান এ বিষয়ে বলেন, জনৈক এক ব্যক্তি এ চাকুরির বিষয়ে হাই কোর্টে রিট করায় এদের বেতন আটকে গেছে। মামলাটির সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারব না। মাছ মেলা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ হাজার হাজার উৎসুক জনতা আর ক্রেতা-বিক্রেতার পদচারণায় হবিগঞ্জের এতিহাসিক পৈল গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘মাছের মেলা’। প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তিকে সামনে রেখে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মি নেতা বিপিন পালের জন্মভূমি হিসেবে খ্যাত গ্রামটিতে এই মেলা আয়োজন করা হয়। শুক্রবার থেকে মেলা আনুষ্ঠানিক শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকেই এর প্রভাব পড়ে সর্বত্র। আসামি গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৬ জানুয়ারি ॥ বগুড়ার সান্তাহারের চাঞ্চল্যকর জোড়া খুন তথা সন্ত্রাসী হামলায় নিহত সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম এবং অটো টেম্পোচালক সোহরাব হোসেন সোহাগ খুনের আসামিদের গ্রেফতার দাবিতে আদমদীঘি উপজেলা যুবলীগের আহ্বানে শনিবার শহরের রেলগেট চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে হাজারো মানুষ অংশগ্রহণ করে।
×