ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাখি শুমারি শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৮:১৮, ১৫ জানুয়ারি ২০১৬

পাখি শুমারি শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে পাখি শুমারি। উপকূল অঞ্চল দিয়ে শুমারি শুরু হবে আর ১৮ জানুয়ারি টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশে রওনা দেবে স্বেচ্ছাসেবী দল। এছাড়া হাকালুকি হাওড় ও বাইক্কা বিলে ১৭ থেকে ৩০ জানুয়ারি শুমারি চলবে। পায়ে আংটি পরিয়ে পাখি গণনার কাজ করা হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রমান্বয়ে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাখি সংরক্ষণে সরকারি-বেসরকারী সব পর্যায়ের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন পরিবেশবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, মুকিত মজুমদার বাবু, ড. সাজেদা বেগম প্রমুখ।
×