ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলা

রহনপুর পৌর মেয়র কারাগারে

প্রকাশিত: ০৪:৩১, ১৫ জানুয়ারি ২০১৬

রহনপুর পৌর মেয়র কারাগারে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ রহনপুর পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র বিএনপি নেতা তারিক আহমেদকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তারিক আহমেদ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মোর্তুজা জানান, ২০১৫ সালের ৪ মার্চ গোমস্তাপুরে একটি ট্রাকে আগুন দিলে ট্রাকে থাকা এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় পরের দিন গোমস্তাপুর থানায় নাশকতা ও হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তারিক আহমেদ ওই মামলার এজাহারভুক্ত আসামি। মানিক সাহার হত্যাবার্ষিকী আজ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আজ ১৫ জানুয়ারি। সাংবাদিক মানিক সাহার বারোতম হত্যাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে খুলনা প্রেসক্লাবের অদূরে বোমা মেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। বিস্ময়কর হলেও সত্যি, এই এক যুগেও হত্যা মামলাটির বিচারকাজ শেষ হয়নি। সাক্ষীর অভাবে খুলনা মহানগর দায়রা জজ আদালতে বিচারকাজ নিষ্পত্তির অপেক্ষায় আছে। বিধি অনুযায়ী মামলার দুটি অংশ। একটি হত্যা মামলা (দায়রা ২০৪/২০০৮) এবং অন্যটি বিস্ফোরক আইনে মামলা এই দুটো মামলারই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী ১ ফেব্রুয়ারি। মানিক সাহা হত্যাকা-ের তদন্ত বেশ হাঁকডাক দিয়েই শুরু হয়। তদন্ত শেষে জমা দেয়া চার্জশীটে হত্যাকারীদের সম্পর্কে স্পষ্ট কোন ধারণা দেয়া হয়নি। তদন্তে বলা হয়, চরমপন্থীরা এই হত্যাকা-ের জন্য দায়ী। শপথ নিতে এসে চাঁপাইয়ের দুই নারী কাউন্সিলর গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শপথ নিতে গিয়ে নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ পৌরসভার ২ নারী কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী জেলা শিল্পকলা অডিটরিয়ামে চার পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় গোয়েন্দা পুলিশ দু’জনকে গ্রেফতার করে। এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি ও শিবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মঞ্জিলা বেগম। গ্রেফতারের পর তাদের চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি। সোনারগাঁয়ে লোকজ মেলা উদ্বোধন সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেছেন নতুন প্রজন্মের কাছে আমাদের অতীত ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। গ্রাম-বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজ ও কারুশিল্প বিকাশে এ মেলা নতুন কারু শিল্পীদের সুযোগ করে দিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সংস্কৃতি ও ঐহিত্যকে আমাদের লালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূঁঞা, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপম প্রমুখ।
×