ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার বুকে দুই চোর!

প্রকাশিত: ০৪:২৩, ১৫ জানুয়ারি ২০১৬

ম্যারাডোনার বুকে দুই চোর!

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল মাঠে যেমন বিশ্বসেরা ছিলেন তেমনি অদ্ভুত সব কর্মকা-েও সবাইকে ছাড়িয়ে কিংবদন্তি ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর আরেকবার এ প্রমাণ রাখলেন। ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হওয়া দুই সংগঠক সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনিকে এবার কৌশলে ‘চোর বলেছেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা। একটি টি-শার্ট পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ম্যারাডোনা। এই ছবিতে দুই ব্যক্তির মুখচ্ছবি দেখা যাচ্ছে। সেখানে টি-শার্টটিতে বাঁ দিকে প্লাতিনি ও ডানদিকে ব্লাটারের মুখচ্ছবি আছে। বুকের ওপর লেখা ‘দুই চোর’। ম্যারাডোনা দুই আঙ্গুল দিয়ে তাদের দিকে ইঙ্গিত করছেন। নিজের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ম্যারাডোনা লিখেন, ’২৫ বছর আগেই আমি বলেছিলাম, এই দুজন চোর। এখন আমার সেই কথা প্রমাণ হয়েছে।’ লিটন-কাপালীর শতক স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম চারদিনের ম্যাচে দু’দিনেই হয়েছিল ৪ শতক। বৃহস্পতিবার তৃতীয় দিনে আরও দুটি শতক দেখা গেছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে জোড়া শতক হাঁকিয়েছেন লিটন দাস ও অলক কাপালী। আগের দিনের ৩ উইকেটে ১৭০ রান নিয়ে পূর্বাঞ্চল প্রথম ইনিংস শেষ করে ৩৫৫ রানে। ফলে প্রথম ইনিংসে তারা পেরোতে পারেনি ওয়ালটন মধ্যাঞ্চলকে (৩৯৪)। লিটন ২৫১ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২৮ এবং কাপালী ২২৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ১০০ রান করেন। সৈকত আলী ৪টি ও শহীদুল আলম ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দিনশেষে ৩ উইকেটে ৬৪ রান তুলে মধ্যাঞ্চল এগিয়ে গেছে ১০৩ রানে। অপর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২০৪ রানের লিড নিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। ৫ উইকেটে ২৩১ রান নিয়ে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস শেষ করে ৩৪৪ রানে। তৈয়বুর রহমান ৭৬ ও ফরহাদ রেজা মাত্র ৮৭ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৬ রান করেন। সানজামুল ইসলাম ৭৯ রানে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল দিনশেষে তুলেছে ৪ উইকেটে ১৫৬ রান। জুনাইদ সিদ্দিকী ৫৯ রান করেন। ধীরে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ধীরে-সুস্থে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। উদ্বোধনী ব্যাটসম্যান স্টিয়ান ভ্যানজিলের উইকেট নিয়ে ইংলিশদের প্রথমে উচ্ছ্বাসে ভাসার সুযোগ করে দেন বেন স্টোকস। এরপর ডিন এলগার এবং হাসিম আমলার উইকেট নেন যথাক্রমে মঈন আলী এবং স্টিভেন ফিন। দলের রান যখন ১৬১ তখন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকেও সাজঘরের পথ দেখান বেন স্টোকস। এর ফলে ৫৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্টের প্রথমদিনের স্কোরটাকে আরও বড় করার লক্ষ্য নিয়ে ব্যাট চালিয়ে যান ফাপ ডু প্লেসিস আর টিম্বা বাভুমা। আউট হওয়ার আগে এলগার ৪৬, হাসিম আমলা ৪০ এবং ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৩৬ রান।
×