ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আসমা সুমী

ব্যতিক্রমী চরিত্রে অক্ষয়

প্রকাশিত: ০৭:০১, ১৪ জানুয়ারি ২০১৬

ব্যতিক্রমী চরিত্রে অক্ষয়

একানব্বই থেকে বলিউডে পদযাত্রা শুরু ক্যারিয়ারে প্রায় ১০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একজন সফল ও দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বার বার। এ্যাকশন হিরো হিসেবে বলিউডে পরিচিত ছিলেন তবে বর্তমানে রম্য অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন । বলিউডে দর্শকদের জন্য অনেক সফল ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। পেয়েছেন পদ্ম শিরি খেতাবও। বলছি অক্ষয় কুমারের কথা, তিনি একাধারে সফল অভিনেতা, প্রযোজক ও উপস্থাপক। মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন বছরের তার প্রথম ছবি ‘এয়ার লিফট’। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার ও টিজার। দর্শকদের বেশ আগ্রহ রয়েছে ছবিটি ঘিরে, আগ্রহের অন্যতম কারণ ছবিটির গল্প ও প্রেক্ষাপট। এ্যাকশন প্যাকড থ্রিলার ছবিটির কাহিনী মূলত ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের সময় আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের ঘটনা নিয়ে। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ জানুয়ারি। এয়ার লিফট ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও নিমরত কৌর। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক রাজা কৃষ্ণ মেনন, চিত্রনাট্যকার ও রাজার কৃষ্ণ মেনন। প্রযোজক ভূষণ কুমার ও নিখিল আডভানিসহ আরও অনেকে। আর এ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অক্ষয়ের হরি ওম এন্টারটেইনমেন্ট। ছবিটিতে আরও অভিনয় করেছেন লিনা, পুরাব কোহলীসহ আরও অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন আমল মালিক ও আঙ্কিত তিওয়ারি। স্বল্প বাজেটের এ ছবিটিতে নিজেদের কাজের শতভাগ দিয়েছেন ছবির কলাকুশলীরা। এ ছবিটির জন্য অক্ষয় কুমারকে আরবী ভাষাও শিখতে হয়েছে। ১৯৯০ সালে ইরাক যখন কুয়েতে আক্রমণ করেন তখন সেখানে আটকে পরে প্রায় এক লাখ ৭০ হাজার ভারতীয় নাগরিক। ছবিতে কুয়েতীয় এক সফল ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার কে নাম রণজিৎ কাটিয়াল। এয়ার লিফট’এ নিমরত কৌর অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যান্য ভারতীয়দের মতো রণজিৎ কাটিয়াল ও বিপদে পরে যায়। ভারতীয়দের যুদ্ধস্থল থেকে নিরাপদে দেশে পাঠাতে জীবনের ঝুঁকি নেয় রণজিৎ কাটিয়াল। গত বছর ১ম দফায় ছবিটির কাজ হয় আরব আমিরাতে আর ২য় দফায় কাজ হয় ভারতের রাজস্থানে। এর আগে ১৮ নবেম্বর ছবিটির টিজার ও ট্রেইলার প্রকাশ পায়। আর গত ১৭ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায় এই ছবির প্রথম গান ‘সোচ না সাকে’ সফট রোমান্টিক গানটি, গানটি গেয়েছেন আরিজিত সিং, আমল মালিক ও তুলসি কুমার। আর ২৪ ডিসেম্বর টি-সিরিজ থেকে গানের পুরো এ্যালবাম বাজারে এসেছে। নিজের টুইট এ্যাকাউন্ট থেকে অক্ষয় ছবির পোস্টারও শেয়ার করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো ৩০ কোটি রুপি বাজেটের ছবি এয়ার লিফটের জন্য কোন পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার। এই অভিনেতা আর পরিচালক-প্রযোজকদের ক্ষতির কারণ হতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। অক্ষয়ের মতে একটি সিনেমার অভিনেতাই নাকি সবচেয়ে দামী। এর মধ্যে চলচ্চিত্র বিনিয়োগকারীরা যদি অভিনেতার পেছনেই সব টাকা ঢেলে দেন, আর ছবি যদি ব্যবসা না করে, তখন এর চেয়ে কষ্টের আর কিছুই হয় না। তিনি কখনোই চান না তার ছবির প্রযোজক-পরিচালকেরা খতির সম্মুখীন হোক। তবে ছবি ব্যবসা সফল হলে লভ্যাংশের ৮০% চেয়েছেন অক্ষয় কুমার। তারপরও ‘গর্বিত, খুশি, উত্তেজিত’ আসন্ন ছবি ‘এয়ার লিফট’ নিয়ে নিজের আবেগ এভাবেই মেলে ধরেছেন অক্ষয়। বলিউডে দর্শকদের জন্য অনেক সফল ছবি উপহার দিয়েছেন এই খিলাড়ি অভিনেতা। যে কোন চরিত্রেই দুর্দান্ত অভিনয় করে সফল হয়েছেন এই অভিনেতা। গত বছর মুক্তি পায় এই অভিনেতার বেবি, গাব্বার ইজ ব্যাক, ব্রাদার্স ও সিং ইজ বিং। বর্তমানে চুক্তিবদ্ধ ও মুক্তির অপেক্ষায় রয়েছে হাউসফুল-৩, রবট-২ ও নামাস্তে ইংল্যান্ড। এদিকে অক্ষয় পতœী টুইঙ্কলের মতে এ বারের অভিজ্ঞতাটা ছাপিয়ে গেল আগের সবক’টাকেই। টুইঙ্কল বলেছেন, অক্ষয় কিভাবে উচ্চতার শিখর থেকে এক লহমায় এক রাশ শূন্যতার মধ্যে নেমে এলেন। কিভাবে পুলিশি জেরার মুখে হয়রান হচ্ছেন অক্ষয়। রীতিমতো ভয় পেয়েছেন টুইঙ্কল , অক্ষয়ের অভিনয় এতটাই বিশ্বাসযোগ্য এয়ার লিফট-এ। টুইঙ্কল সে কথা টুইট করে জানাতে ভুল করেননি । এবার নতুন খবর রোবট-২ ছবিতে অক্ষয় এবার খল নায়কের চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। এর মধ্যে দীর্ঘ বিরতির পর নেতিবাচক ভূমিকায় দেখা যাবে বলিউডের এই খিলাড়ি তারকাকে । নিজের চরিত্রের জন্য দাম হাঁকিয়েছেন ২৫ কোটি রুপি। ২০০২ সালে শ্রেষ্ঠ খল নায়কের পুরস্কার পান অক্ষয়। ট্রেইলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে সারা ফেলেছে এয়ার লিফট ছবিটি। তবে পুরো ছবিটা দেখতে হলে আপাতত অপেক্ষা করতে হবে আরও কিছু দিন অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
×