ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারি জনতা ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৭:৪৫, ১২ জানুয়ারি ২০১৬

হলমার্ক কেলেঙ্কারি জনতা ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ হলমার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের (দ্বিতীয় অংশ) দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে সম্প্রতি দ্বিতীয় দফায় জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারসহ (জিএম) চার উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে পর্যায়ক্রমে দুপুর পর্যন্ত চলে। দুদকের পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটিম এই ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেনÑ জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখার জিএম আব্দুছ ছালাম আজাদ, ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল, আরেক ডিজিএম মোঃ আজমুল হক ও এজিএম (অগ্রিম ও আইসিডি-২) মোঃ ফায়েজুর রহমান ভূঁইয়া।
×