ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দেবে রবি

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জানুয়ারি ২০১৬

তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দেবে রবি

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ ১৯ সিরিজে তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দিতে দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছে স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। পুরস্কার দুটি হচ্ছে ‘রবি বেস্ট বাংলাদেশী ইয়ুথ পারফর্মার ইন সিরিজ’ ও ‘রবি ম্যান অব দ্য সিরিজ’। প্রতি পুরস্কারের মূল্য ৫০০ মার্কিন ডলার। তিন ম্যাচের পুরো সিরিজের সাফল্যের ওপর ভিত্তি করে পুরস্কারের বিষয়টি বিবেচনা করা হবে। সিরিজের প্রথম ম্যাচ গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাকি দুটি ম্যাচ ১৪ ও ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পুরস্কারটি ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ নৈপুণ্য ঢেলে দিতে প্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আসন্ন অনুর্ধ ১৯ বিশ্ব ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো সহায়ক হবে। এই টুর্নামেন্টের সাফল্য বিশ্ব আসরে তাদের দক্ষতা প্রদর্শনের প্রেরণা হয়ে থাকবে। দেশের লাখ লাখ ক্রিকেটপ্রেমীদের জন্য রবি সম্প্রতি জার্সি ডিজাইন কনসেস্টের আয়োজন করে। প্রতিযোগিতাটির মাধ্যমে নির্বাচিত ডিজাইনের জার্সি পরে এই প্রথম খেলেছে অনুর্ধ ১৯ ক্রিকেট দল। ইতোমধ্যে জাতীয় ক্রিকেট দল তাদের জন্য নির্বাচিত জার্সিটি পরে মাঠে নেমেছে। এছাড়া সম্প্রতি রবি’র সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে ভবিষ্যতের ফাস্ট বোলারদের খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথভাবে ’ফাস্ট বোলার হাস্ট’ ক্যাম্পেন চালু করেছে রবি।
×