ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান শিক্ষার অগ্রপথিক ড. সিরাজুল ইসলাম আর নেই

প্রকাশিত: ০৫:১৩, ১২ জানুয়ারি ২০১৬

বিজ্ঞান শিক্ষার অগ্রপথিক ড. সিরাজুল ইসলাম আর নেই

বাংলাদেশে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয়করণের অন্যতম অগ্রপথিক ও ঢাকাস্থ জাতীয় বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক ড. কে এম সিরাজুল ইসলাম ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের কলম্বাসে তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ড. সিরাজুল ইসলাম ১৯৩৩ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তীকালে জোতির্বিজ্ঞান জনপ্রিয়করণে বিশেষ অবদান রাখেন। ১৯৭৬-১৯৮০ এবং ১৯৮৮-১৯৯০ সাল পর্যন্ত ঢাকার বিজ্ঞান জাদুঘরের পরিচালকের দায়িত্ব পালন করেন এবং বিজ্ঞান জাদুঘরকে একটি বিশ্বমানের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করেন। তরুণদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে তিনি প্রতিবছর বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে দেশব্যাপী বিজ্ঞান মেলা আয়োজন করেন। তাছাড়া বিজ্ঞান জাদুঘরে বিজ্ঞান সম্পর্কে নিয়মিত আলোচনা সভা, ওয়ার্কসপ ইত্যাদির ব্যবস্থা করেন তিনি। ১৯৭৯ সালে তিনি প্রথম একটি টেলিস্কোপ সংগ্রহ করে বিজ্ঞান জাদুঘরে স্থাপন করেন। এমনকি এ্যাপোলো-১১ নভোচারীদের চন্দ্রপৃষ্ঠ থেকে সংগৃহীত মাটি এনে তিনি বিজ্ঞান জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। কর্মজীবনে তিনি ঢাকা কলেজের শিক্ষকতা, বগুড়া আজিজুল হক কলেজের প্রিন্সিপাল, ডেপুটি ডাইরেক্টর অব ন্যাশনাল সিলেবাস কমিটি, ডাইরেক্টর অব স্কুল ব্রডকাস্টিং প্রোগ্রাম, ডাইরেক্টর অব বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিস্ট্যান্ট এডুকেশন ইত্যাদি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ‘ওয়ার্ল্ড ভিউ এডুকেশন ফাউন্ডেশন’র পক্ষ থেকে এডুকেশন কলসালট্যান্ট হিসেবে কাজ করেন। বাংলাদেশে ডিস্ট্যান্ট এডুকেশনের তিনিই প্রথম উদ্যোক্তা এবং পরবর্তীকালে সরকার ডিস্ট্যান্ট এডুকেশনের প্রকল্প বাস্তবায়ন করেন। Ñবিজ্ঞপ্তি
×