ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে চার শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১১, ১১ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহে চার শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ জানুয়ারি ॥ শিশু আমিন, সাফিন, মাহিম ও সৌরভ হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ ও সারাদেশে শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে বিভিন্ন মানবাধিকার সংগঠন শহরের পোস্টঅফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে। দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিশু ও শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেনÑ মানবাধিকার ফোরামের নেতা অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, এনএম শাহজালাল, শিবুপদ বিশ্বাস প্রমুখ। বক্তারা একের পর এক শিশু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে শিশু হত্যাকারীদের ফাঁসি ও সারাদেশে শিশু নির্যাতন বন্ধের দাবি জানান। উল্লেখ্য, ৩ জানুয়ারি শৈলকুপায় শিশু আমিন, সাফিন, মাহিমকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর কালীগঞ্জের রায়গ্রাম থেকে শিশু সৌরভকে অপহরণ করে দুর্র্বৃত্তরা। পরদিন তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ৩ শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
×