ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্তাহার এখন গুজবের শহর

প্রকাশিত: ০৪:০৯, ১১ জানুয়ারি ২০১৬

সান্তাহার এখন গুজবের শহর

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১০ জানুয়ারি ॥ বগুড়ার সান্তাহার শহর এখন আতঙ্ক, ক্ষোভ ও গুজবের শহরে পরিণত হয়েছে। গুজবে কান না দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালানোর জন্য সান্তাহার পৌর আওয়ামী লীগ ও নিহত যুবলীগ নেতা শফিকুলের ছোটভাই সদ্য পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাশেদুল ইসলাম রাজার পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে গুজব সৃৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার সান্তাহার শহরে অটোটেম্পো এবং ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলি ও প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে দুইজন নিহত হওয়ার পর শনিবার বেলা ১১টা থেকে নিহত যুবলীগ নেতা শফিকুল ইসলামের গ্রাম; শহর কোলের সান্দিড়া থেকে কয়েক শত শোকাহত ও বিক্ষুব্ধ জনতা, জাপা নেতাকর্মীসহ দায়ীদের বিচার দাবি করে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। তারা একাধিক দলে বিভক্ত হয়ে সারা শহরে গণহারে ভাংচুর এবং আগুন লাগানোর মতো ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে শহরে আতঙ্ক ও ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল। এতে শহরবাসীর মধ্যে ক্ষোভ দানা বাঁধে। এদিকে রবিবার সকাল থেকে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে শহরে খবর ছড়িয়ে পড়ে যে, শনিবার নিহত যুবলীগ নেতা শফিকুলের গ্রাম থেকে যেভাবে মিছিল এসেছিল অনুরূপভাবে অপর নিহত ইজিবাইক চালক সোহাগের গ্রাম দোগাছী থেকে মিছিল আসছে। এমন খবর পেয়ে আতঙ্কিত শহরবাসী ও ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে সব বন্ধ করে দেয় এবং প্রতিবাদের নামে মিছিল ও ধ্বংসাত্মক কার্যকলাপকারীদের প্রতিরোধ করার জন্য তারাও রাজপথে নেমে আসেন। এ অবস্থা চলে প্রায় ঘণ্টাকাল। পরে তা পুরোটাই গুজবে পরিণত হয়। বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর আওয়ামী লীগ এবং নিহত যুবলীগ নেতা শফিকুলের ছোট ভাই পৌর নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী (মাত্র ৫৮০ ভোটে পরাজিত) রাশেদুল ইসলাম রাজার পক্ষ থেকে মাইকিং শুরু হলে পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করে।
×