ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘সোনার হরিণ’

প্রকাশিত: ০৬:১৭, ১০ জানুয়ারি ২০১৬

বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘সোনার হরিণ’

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টিভিতে আজ রবিবার রাত ১১টা থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সোনার হরিণ’। এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেড প্রযোজিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, প্রসুন আজাদ, মনোজ সেন গুপ্ত, মনিরা মিঠু, কাজী রাজু, মিলন ভট্ট, মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন বকুল, ফেরদৌসী লীনা, শেলী আহসান, জামিল, ইমতু, রাতিশ, নাফিসা কামাল ঝুমুর, তানিয়া ইসলাম রিতু, মুনিয়া ইসলাম, আশরাফ কবির, নিকুল সোহেল প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে এলাকার দুটি পরিবার, সরকার পরিবার, খান পরিবার। এই দুই পরিবারের কোন সদস্য একে অপরের ছায়া মারাতে চায় না। সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব, মনে হয় এরা রণাঙ্গনের যোদ্ধা। এই এলাকার মানুষ উভয় পক্ষে বিভক্ত। শুধু অধ্যাপক মজিদ এই দুই পরিবারের কাউকে পছন্দ করেন না। অপছন্দ করে বললে ভুল হবে, এই মজিদ মিয়া, দুই পরিবারের প্রত্যেক সদস্যকে ঘৃণা করে। এই নিয়েই ঘটে নানা ঘটনা। এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। নতুন এই নাটকটি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল। তিনি বলেন, আমার এই নতুন নাটকের গল্প দর্শকরা পছন্দ করবেন আশা করি।
×