ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু ॥ কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৫১, ১০ জানুয়ারি ২০১৬

রাজধানীতে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু ॥ কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পৃথক স্থানে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। এদিকে ধানম-ির আইডিয়াল কলেজের সামনে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া মগবাজারে ছিনতাইকারীরা মা-ছেলেকে পিটিয়ে স্বর্ণের চেন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত (৩৪) এক মহিলার মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, শনিবার ভোর ৪টার দিকে গাড়ি অথবা ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরনে লাল-হলুদ রঙের শাড়ি ছিল। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকের চাকায় চাদর জড়িয়ে এক মহিলার মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচর কোম্পানি ঘাট এলাকায় ইজিবাইকের মোটরের সঙ্গে চাদর পেঁচিয়ে অজ্ঞাত (৪৫) এক মহিলার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে কামরাঙ্গীচরের কোম্পানিঘাট এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন স্থানীয় আল আমিন ও জিলহাজ নামে দুই যুবক। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুই যুবক জানান, হাজারীবাগ থেকে ইজিবাইকে চড়ে কামরাঙ্গীরচরে যাচ্ছিলেন ওই মহিলাসহ কয়েকজন। কোম্পানিঘাট এলাকায় এলে ওই ইজিবাইকের মোটরের চাকার সঙ্গে মহিলার চাদর গলায় পেঁচিয়ে অচেতন অবস্থায় পড়ে যায়। পরে ওই মহিলাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিডিআর বিদ্রোহের আাসামির মৃত্যু ॥ বিডিআর বিদ্রোহের আসামি কারাবন্দী শানু চন্দ্র দাসের (৩৩) মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর-৬৮০/১১। মৃত শানুর বাবার নাম সুনীল চন্দ্র দাস। গ্রামের বাড়ি কক্সবাজার সদরে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাজতি শানু। পরে শানুকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী জাকারিয়া আরও জানান, শানু পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নিউমার্কেট ও লালবাগ থানায়ও মামলা ছিল। তিনি বিডিআরের সৈনিক ছিলেন। কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ ॥ রাজধানীর ধানম-িতে শনিবার দুপুরে আইডিয়াল কলেজের সামনে নাইমুর রশিদ (১৭) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কলেজের সামনে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ওই ছাত্রকে গুলি করা হয়েছে। আহত নাইমুর ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তিনি কলাবাগান সার্কুলার রোডের বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশীদ। আহত নাইমুর জানান, এদিন বেলা সাড়ে ১২টার দিকে তিনি কলেজের সামনে চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় কলেজের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী পলক ও বহিরাগত রোমানসহ ১০-১২ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়। তিনি জানান, গত ৭ জানুয়ারি কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় নাইমুরের এক বন্ধুকে মারধরও করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এরই জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে গুলিবিদ্ধ নাইমুর জানান। পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নাইমুর বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। ছিনতাই ॥ রাজধানীর মগবাজারের আমবাগান শাহ সাহেববাড়ি মাজারের সামনে ছিনতাইকারীরা রাবেয়া বেগম ও তার ছেলে রাসেলকে পিটিয়ে স্বর্ণের চেন ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত রাবেয়ার স্বামীর নাম চাঁন মিয়া। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গীতে। ছিনতাইয়ের শিকার রাসেল জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার শাহ সাহেববাড়ি মাজারের সামনে ছিনতাইকারীরা তার মা ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের কাছে থাকা এক ভরি স্বর্ণের চেন ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরে যান।
×