ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শামীম সুব্রানার চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ

প্রকাশিত: ০৬:১১, ৯ জানুয়ারি ২০১৬

শামীম সুব্রানার চিত্র প্রদর্শনীর  উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার ॥ জীবনের ভাবনাতাড়িত এক চিত্রশিল্পী শামীম সুব্রানা। সেই সুবাদে আধুনিক বিশ্বের সমস্যাগুলো চিত্রিত হয় শিল্পীর চিত্রপটে। তাই বাল্যবিয়ে, অভিবাসী সঙ্কট, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সামাজিক আন্দোলন হয়ে ওঠে শিল্পীর ছবি আঁকার বিষয়ে। এমন বিষয়নির্ভর ছবি নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে শিল্পীর প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী। ধানম-ির গ্যালারি টোয়েন্টিওয়ানে অনুষ্ঠিতব্য প্রদর্শনীর শিরোনাম ‘হোয়াট আই টক এ্যাবাউট হোয়েন আই টক এ্যাবাউট লাইফ’। গ্যালারি সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৫টায় এই প্রদর্শনীর হবে। শিল্পী অধ্যাপক হাশেম খান, অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক নিসার হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীতে শিল্পকর্ম বিক্রয়লব্ধ তহবিল শিশু ও যুব উন্নয়নে নিবেদিত অলাভজনক সংস্থা শাবাব মুরশিদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ২৩ দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ৩১ জানুয়ারি। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×