ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালের কথা ভাবছেন মারুফুল

প্রকাশিত: ০৫:২৫, ৯ জানুয়ারি ২০১৬

সেমিফাইনালের কথা ভাবছেন মারুফুল

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ ‘সাফে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমরা পারিনি। এ টুর্নামেন্টে ছেলেদের মধ্যে জয়ের জন্য কিছু করার একটা মানসিকতা ছিল। প্রথম ম্যাচে জেতা ছিল আমাদের প্রথম লক্ষ্য। সেটি হয়েছে। এখন লক্ষ্য পরবর্তী ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা।’ শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে এমনটাই বললেন বাংলাদেশ দলের জয়ী কোচ মারুফুল হক। আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশ। জিতলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের বাজে পারফর্মেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন মারুফুলÑ ‘এটি আমাদের জাতিগত অভ্যাস। অল্পতেই তুষ্ট হয়ে যাই। আবার অল্পতেই হতাশ হয়ে পড়ি। প্রথমার্ধে এগিয়ে থেকে ছেলেরা বেশি নির্ভার হয়ে পড়েছিল।’ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান শিরোপাধারী মালয়েশিয়া। তাদের হারাতে পারলেই শেষ চারে খেলাটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। মালয়েশিয়াকে না হারাতে পারলেও অবশ্য তৃতীয় ম্যাচেও সুযোগটা থাকছে মামুনুলদের (১৪ জানুয়ারি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপাল)। তবে তৃতীয় নয়, দ্বিতীয় ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চান বাংলাদেশ দলের দ্রোণাচার্য। তিনি আরও যোগ করেন, ‘আমাদের ফিনিশিং ভাল হয়েছে। তবে এটা স্থায়ী হওয়া দরকার। আগের ম্যাচে একরকম আর পরের ম্যাচে অন্যরকম খেললে তো হবে না।’ প্রবাদে আছেÑ ‘নাচতে না জানলে উঠান বাঁকা।’ কিন্তু লঙ্কার কোচ সামপাথ পেরেরা সে পথে যাননি। বরং প্রশংসা করেছেন মাঠের! কিন্তু মারুফুল হক জানালেন মাঠের ওপরের স্তর নরম আর নিচের স্তর বেশ শক্ত হওয়ায় খেলোয়াড়দের খেলতে বেশ সমস্যা হয়েছে। বাংলাদেশ দলের সঙ্গে পার্থক্য রচিত হওয়ার পেছনে বাংলাদেশ খেলোয়াড়দের ফিটনেসকেই চিহ্নিত করেন লঙ্কান কোচ। দ্বিতীয়ার্ধে ম্যাচের স্কোরটা যখন ৩-২ (বাংলাদেশ লিড) তখন একটা আশঙ্কা ছিল এই বুঝি বাংলাদেশ দল গোল হজম করবে বা হারবে। ব্যাপারটা স্বীকার করেন মারুফুলও। সাফে এক ম্যাচে দুই গোল। এই ম্যাচেও দুই গোল। কিন্তু শুক্রবারের ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। তবে হ্যাটট্রিকের চিন্তা মাথায় না এনে বরং দলকে গোল উপহার দেয়াতেই বেশি মনোযোগী ছিলেন রনিÑ ‘যেহেতু আমি স্ট্রাইকার, তাই শুধু একটা কথাই মাথায় রাখি সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। একটা জয় পুরো দলকে বদলে দেয়। যে সাহসটা এখন পাচ্ছি। সেটি কাজে লাগিয়ে পরের ম্যাচ জিততে চাই। দর্শকদের ধন্যবাদ। আমরা পারছি না, তারপরও তারা আমাদের সঙ্গে ছিলেন। উৎসাহ দিয়ে গেছেন। তাদের উৎসাহ দেখে মন থেকেই চেষ্টা করার ইচ্ছাটা চলে আসে।’
×