ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাছ কাটার পাশাপাশি বৃক্ষ নিশ্চিহ্ন হওয়া জায়গাটুকু দখল

চকরিয়ায় নতুন কৌশলে বনের গাছ নিধন

প্রকাশিত: ০৬:১৯, ৮ জানুয়ারি ২০১৬

চকরিয়ায় নতুন কৌশলে বনের গাছ নিধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বনাঞ্চলে শতবর্ষী গর্জন গাছ কেটে নিতে চোরের দল এবার নতুন কৌশল অবলম্বন করছে। গাছ কাটার পাশাপাশি বৃক্ষ নিশ্চিহ্ন হওয়া জায়গাটুকু দখলে নিচ্ছে প্রভাবশালীরা। বিভিন্ন লোকজনকে প্লট আকারে বিক্রি করে দিচ্ছে সরকারী জায়গা। গাছের গোড়ালিতে কীটনাশক প্রয়োগ করে নলবিলা বনবিটের ইসলামনগরে প্রকাশ্যে চলছে ওই চক্রের এ অপতৎপরতা। এতে বনাঞ্চলের মুল্যবান বৃক্ষরাজি বেহাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন জানান, ফাসিয়াখালী রেঞ্জে বনবিভাগের বিপুল জায়গা দখলে নিয়ে অবৈধ বসতি নির্মাণ করেছে এক ব্যক্তি। জায়গা দখলের পাশাপাশি সমীর ধর নামে ওই ব্যক্তি তার দখলীয় জায়গায় বনবিভাগের শতবর্ষী বেশ কটি গর্জন গাছ কেটে লুটে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এসব গাছ কাটার জন্য দীর্ঘদিন আগে এসব গাছের গোড়ালিতে কীটনাশক প্রয়োগ করেছে। বর্তমানে রক্ষিত গর্জন গাছগুলো মরে গিয়ে গাছের ডালপালা শুকিয়ে গেছে। অভিনব কৌশলে কীটনাশক প্রয়োগ ও ডালপালা শুকিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে এসব গাছ কেটে নেয়া হবে। বনকর্মীদের রহস্যজনক ভূমিকার কারণে নলবিলা বনবিটের বেশিরভাগ এলাকায় দীর্ঘদিন ধরে চলছে এভাবে গাছ নিধনের চেষ্টা। সাতক্ষীরায় প্রাণ ও প্রকৃতি মেলা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাণ ও প্রকৃতি মেলা-২০১৬। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও চ্যানেল আই যৌথভাবে এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক নাজমুল আহসান মেলার উদ্বোধন করেন। মেলায় শতাধিক প্রজাতির ধান, কুড়িয়ে পাওয়া অর্ধশতাধিক ভেষজ শাক-সবজি, সুন্দরবনের কেওড়ার আচার, মধুসহ পাঁচ শতাধিক জীবন-বৈচিত্র্য প্রদর্শিত হয়। সাভারে পিকেটিং করার সময় ৩ জামায়াত কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ ডিসেম্বর ॥ আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটাখোলায় পিকেটিং করার সময় জামায়াত কর্মী ২ পোশাক শ্রমিক ও এক মাদ্রাসার ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর ইটাখোলা এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- জামগড়া ‘শেড ফ্যাশন’ পোশাক কারখানার শ্রমিক লিটন, হামিম গ্রুপের ‘নেক্সট কালেকশন’-এর শ্রমিক বশির আহমেদ ও আলীয়া মাদ্রাসার ছাত্র আল আমিন। মধুপুরে দুই শিবিরকর্মী নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, মধুপুরে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে রুবেল (২৪) ও আল আমিন (২২) নামের দুই শিবির কর্মীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। সংগ্রাম শিমুল গ্রামের জোয়াহের আলী তালুকদারের ছেলে রুবেল ও জোয়াদ আলীর ছেলে আল আমিন।
×