ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নিহতের পরিবারকে হুমকি

টঙ্গীতে পিটিয়ে কিশোর হত্যা, দুদিন পর থানায় মামলা

প্রকাশিত: ০৮:৫১, ৭ জানুয়ারি ২০১৬

টঙ্গীতে পিটিয়ে কিশোর হত্যা, দুদিন পর থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর, ৬ জানুয়ারি ॥ টঙ্গীতে কিশোর মোজাম্মেল হক মজু হত্যাকা-ের দু’দিন পর সুমনকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় বুধবার সকালে। থানা মামলা নিলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় সুমনের স্ত্রী নাসিমা আক্তার নাসরিন ও তাদের দোকান ম্যানেজার পিচ্চি সুমন ও কর্মচারী মানিককে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মজু হত্যাকা-ে থানায় মামলা করায় নিহতের পরিবারকে গত দু’দিন ধরে ভয় দেখাচ্ছে একটি প্রভাবশালী মহল। হত্যাকা-টি ধামাচাপা দিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রভাবশালীরা মোজাম্মেলের লাশ দাফনে নিহতের পরিবারকে বাধ্য করে। বুধবার স্থানীয় তিস্তার গেট জিআরপি ব্যারাক সংলগ্ন বস্তিতে গিয়ে দেখা গেছে, প্রতিবেশীরা নিহত মজুর বাবা-মাকে সান্ত¡না দিতে বস্তিতে ভিড় করছেন। এদিকে কিশোর মজু হত্যাকান্ডের পর নাসরিন ও তার স্বামী সুমনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বস্তিবাসীরাও। মজু হত্যাকা-ের সংবাদ প্রকাশের পর বিভিন্ন মানবাধিকার কর্মী ও সাংবাদিক বুধবার এলাকায় গেলে বস্তিবাসীরা নাসরিন ও তার স্বামী সুমনের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন।
×