ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকারের আট কর্মসূচীকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ হিসেবে প্রচার করা হবে

প্রকাশিত: ০৫:১৫, ৭ জানুয়ারি ২০১৬

সরকারের আট কর্মসূচীকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ হিসেবে প্রচার করা হবে

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সরকারের নেয়া আট কর্মসূচীকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ হিসেবে প্রচারের ব্যবস্থা করছে সরকার। তথ্য মন্ত্রণালয়ে বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্যসচিব মরতুজা আহমদ এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। জনমুখী উদ্যোগগুলোর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে এগুলো প্রচার করা হবে। তথ্য সচিব বলেন, এসব কর্মসূচীর মধ্যে পল্লীর দারিদ্র্যবিমোচনে দক্ষতা ও আয়বর্ধক কর্মসূচী হিসেবে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এবং ছিন্নমূল, গৃহহীন মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দেয়ার জন্য ‘আশ্রয়ন প্রকল্প’ শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বলে জানান সচিব। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সরকারের সবস্তরে ই-গবর্নেন্স বাস্তবায়নে সরকারী উদ্যোগ; বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেয়ার শিক্ষা সহায়তা কার্যক্রম এবং সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ কর্মসূচীতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। সবার জন্য বিদ্যুত নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের দোরগোরায় পৌঁছাতে কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং যুব সমাজকে স্বাবলম্বী করতে ১২৮টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম নেয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের মধ্যে স্থান পেয়েছে। গত ২৪ নবেম্বর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক সভায় ওই আট কর্মসূচীকে শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হিসেবে চিহ্নিত করে তা প্রচারের সিদ্ধান্ত হয় বলে তথ্য সচিব জানান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার ও বিভিন্ন গণমুখী উদ্যোগের মধ্যে এই আট ক্ষেত্রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবর্নেন্স ইনোভেশন ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বুধবার এই আট প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুত বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সভা করেন মরতুজা আহমদ। সবার মতামত নিয়ে শেখ হাসিনার বিশেষ উদ্যোগ প্রচারে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে তথ্যসচিব জানান।
×