ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেবপ্রিয় ভট্টাচার্য ও স্ত্রীর সব ধরনের বিনিয়োগ, ব্যাংক হিসাব তলব

প্রকাশিত: ০৪:২৫, ৭ জানুয়ারি ২০১৬

দেবপ্রিয় ভট্টাচার্য ও স্ত্রীর সব ধরনের বিনিয়োগ, ব্যাংক হিসাব তলব

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী ড. ইরিনা ভট্টাচার্যের সব ধরনের বিনিয়োগ ও ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৪ জানুয়ারি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে দুটি চিঠি দেয়া হয়েছে। সিআইসির সহকারী পরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বেসরকারী সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ব্যাংক হিসাব এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে শেয়ারবাজারে বিনিয়োগ তথ্য জানতে চাওয়া হয়। এদিকে, সিডিবিএলে পাঠানো চিঠিতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী ড. ইরিনা ভট্টাচার্য বা তাদের পরিবারের অন্য কোন সদস্যের একক বা যৌথ নামে যেকোন বিও হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে ওই হিসাবের ২০০৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী জরুরী ভিত্তিতে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি চিঠিতে পূর্বে ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এমন বিও এ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলা হয়েছে। এছাড়া বেসরকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ও তার স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে পরিচালিত ব্যাংক হিসাব, মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোন ধরনের বা নামের মেয়াদী আমানত হিসাব), যেকোন ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি এ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যেকোন ধরনের সেভিংস ইন্সট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যেকোন ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত থাকলে ২০০৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি চিঠিতে পূর্বে ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এমন হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে। এই চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে বেসরকারী ব্যাংক ও সিডিবিএলকে তথ্য পাঠাতে বলা হয়েছে।
×