ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন মুখ রনি ও সোহান, জায়গা করে নিয়েছেন শুভগত হোম বাদ পড়েছেন নাসির, লিটন, জুবায়ের, বিজয়, রাব্বি ;###;আছেন সাকিব, সৌম্য

জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৬, ৬ জানুয়ারি ২০১৬

জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে সর্বশেষ গতবছর টি২০ খেলেই বছর শেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবার যখন টি২০ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ থাকছে একই। সেই জিম্বাবুইয়ে। ১৫ জানুয়ারি জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই টি২০ ম্যাচের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অনুমিতভাবেই বিপিএলে দুর্দান্ত বোলিং করা পেসার আবু হায়দার রনি ও কাজী নুরুল হাসান সোহান সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলেন এ দুই ক্রিকেটার। রনি ও সোহানের সঙ্গে জাতীয় দলে যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়ে গেছেন শুভগত হোমও। শুভগতকে সুযোগ করে দিতে দুই টি২০’র জন্য বাদের তালিকায় রাখা হয়েছে নাসির হোসেনকে। কন্যা সন্তানের মুখ দেখতে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের মাঝপথেই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। পরে আর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলা হয়নি। এবার আবার জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের দলে আছেন সাকিব। সৌম্য সরকার ইনজুরির জন্য গত বছর জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। এবার তিনিও আছেন। প্রথম টি২০ ম্যাচের পর ১৭ জানুয়ারি দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। জিম্বাবুইয়ের বিপক্ষে গত বছর টি২০ সিরিজে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি ছিলেন। এবার সিরিজের প্রথম দুই টি২০’র জন্য নাসিরের সঙ্গে এনামুল হক বিজয়কেও বিবেচনা করা হয়নি। সেই সঙ্গে পেসার কামরুল ইসলাম রাব্বিকেও নেয়া হয়নি। তার পরিবর্তে রনিকে ঝালাই করে নেয়া হবে। এছাড়া বাকি সবাই আগের মতোই স্থান ধরে রেখেছেন। গত টি২০ সিরিজ থেকে ৫ ক্রিকেটারÑ নাসির, লিটন, বিজয়, রাব্বি ও ২৭ সদস্যের প্রাথমিক দলেই এবার না থাকা জুবায়ের বাদ পড়েছেন। এ ৫ ক্রিকেটারকে বাদ দিয়ে গত সিরিজ না খেলা সাকিব ও সৌম্যকে নেয়ার সঙ্গে নতুন করে সোহান, রনিকে নিয়েছে নির্বাচকরা। আর শুভগতকেও নেয়া হয়েছে। একাদশে থাকার সুযোগ পেলেই টি২০ অভিষেক হয়ে যাবে শুভগতর। দল ॥ মাশরাফি, সাকিব, তামিম, ইমরুল, সৌম্য, সাব্বির, মুশফিক, মাহমুদুল্লাহ, আরাফাত, সোহান, শুভগত হোম, মুস্তাফিজ, রনি, আল আমিন হোসেন।
×