ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় ১ ব্যক্তির মৃত্যু ॥ অসুস্থ তিন

প্রকাশিত: ০৪:০০, ৬ জানুয়ারি ২০১৬

খাদ্যে বিষক্রিয়ায় ১ ব্যক্তির মৃত্যু ॥ অসুস্থ তিন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ জানুয়ারি ॥ ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরিফ সর্দার বাড়িতে খাদ্যে বিষক্রিয়াতে একই পরিবারের ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ছিদ্দিক (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের স্বজনরা ধারণা করছে, অজ্ঞান পার্টির চক্রের দেয়া ঔষধে বিষক্রিয়াতে এ ঘটনা ঘটেছে। নিহতের ভাই ফরিদ উদ্দিন জানান, সোমবার রাত ৮টার দিকে শিবপুরের শরিফ সর্দার বাড়ির ছিদ্দিকের ঘরের ৫ সদস্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ১০টার দিকে ছিদ্দিকের স্ত্রী আমিরুন নেছা (৬০) অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ডাক্তার দিয়ে প্রথমে চিকিৎসা দেয়া হয়। পরে একে একে ছিদ্দিকসহ স্ত্রী, তার দুই নাতিন নিপা (১৩) ও সুমাইয়া (১০) গুরুতর অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর রাতে ছিদ্দিকের মৃত্যু হয়। এদিকে ছিদ্দিকের স্ত্রী আমিরুন নেসার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পুলিশ খবর পেয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় বলে জানান ভোলা থানার ওসি খায়রুল কবির। এ ঘটনায় নিহতের ভাই ফরিদ উদ্দিন বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়ায় সাত টুকরো লাশের পরিচয় মেলেনি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ ডিসেম্বর ॥ আশুলিয়া থানাসংলগ্ন বাইপাইল ব্রিজের নিচে ও আল-আমিন মাদ্রাসার পাশ হতে অজ্ঞাত মহিলার সাত টুকরো খ-িত লাশের পরিচয় ১১ দিনেও মেলেনি। গত ২৬ ডিসেম্বর সকাল আটটার দিকে থানার বিপরীতে আল-আমিন মাদ্রাসার গেটের সামনে ময়লা স্তূপ হতে প্রথমে রক্তমাখা পলিথিনের ব্যাগের ভেতর থেকে দুই টুকরো (মাথা ও বাম পা) ও পরে বেলা এগারোটার দিকে বাইপাইল ব্রিজের নিচ থেকে শরীরের অবশিষ্ট অংশের খ-িত আরও পাঁচ টুকরো উদ্ধার করে পুলিশ। ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আশুলিয়া থানায় খ-িত লাশটির খোঁজে কেউ আসেনি। নিহত মহিলার গায়ের রং ফর্সা, বয়স অনুমান ২৫-৩০ বছর। পরনে ছিল লাল রঙের সেলোয়ার ও লাল কালো ছাপা কামিজ। নিহতের মাথার চুলের রং কালো ও লম্বা অনুমান দুই ফুট। হাতে মেহেদী রাঙ্গানো ছিল।
×