ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫১, ৫ জানুয়ারি ২০১৬

নওগাঁয় মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জানুয়ারি ॥ জেলার রানীনগরে শারীরিক অসুস্থতা আর সংসারে অভাব-অনটন সইতে পারলেন না কহিনুর বিবি (৪২)। একদিকে জঠরজ্বালা, অন্যদিকে এ্যাজমা ও হার্টের মরণব্যধি তাকে যেন পাগল করে তুলেছিল। যন্ত্রণায় উন্মাদ হয়ে রবিবার দুপুরে নিজের আট বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর মা কহিনুর বিবি (৪২) নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার নওগাঁ সদর হাসপাতাল মর্গে মা-মেয়ের ময়নাতদন্তের পর বিকেলে তার গ্রামের বাড়ি রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের মালসন বলদাগাছি গ্রামে দাফন করা হয়েছে। জানা গেছে, রানীনগরের বলদাগাছি গ্রামের কৃষি দিনমজুর মকছেদ আলীর সংসারে অভাব-অনটনের পাশাপাশি তার স্ত্রী কহিনুর বিবি এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছিলেন। এ নিয়ে তাদের সংসারে অশান্তির সৃষ্টি করছিল। যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ জানুয়ারি ॥ কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদি গ্রামে তানিয়া (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য ২ দেবর ও শাশুড়ি মিলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর খবর পেয়ে তার পিত্রালয়ের লোকজন সোমবার দুপুরে গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, বিয়ের সময় বরপক্ষ ২ লাখ টাকা যৌতুক নিয়েও ক্ষান্ত হয়নি। তারা আরও ২ লাখ টাকা যৌতুক চায়। আর এ জন্য দেবর রেজাউল মৃধা, আজিজুল মৃধা, শাশুড়ি হিরণ নেছা ও ননদ ডলি বেগম প্রতিনিয়ত নির্যাতন চালায় গৃহবধূর ওপর। আর গত সোমবার দুপুরে রান্না করার সময় তার শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা চালায় শ্বশুরবাড়ির লোকজন। উচ্চশিক্ষার জন্য এক্রিডিটেশন কাউন্সিল শীর্ষক কর্মশালা বর্তমান বিশে^র সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ^মানের শিক্ষা প্রদান এবং বিশ^মানের গ্রাজুয়েট তৈরি অতীব জরুরী। বিশ^বিদ্যালয়সমূহের উদ্দেশ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং গ্রাজুয়েট তৈরি করা। এ কারণে উচ্চশিক্ষার জন্য এক্রিডিটেশন কাউন্সিল গঠন আজ সময়ের দাবি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি রবিবার ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য এক্রিডিটেশন কাউন্সিলের খসড়া আইনের ওপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। শিক্ষা সচিব সোহরাব হোসেন বিশেষ অতিথি ছিলেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সভাপতিত্ব করেন। কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য এক্রিডিটেশন কাউন্সিলের খসড়া আইন উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি বাপশকের চেয়ারম্যান পদে জুলকারনাইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)-এর সদস্য পরিকল্পনা প্রকৌশলী আলী জুলকারনাইনকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রকৌশলী আলী জুলকারনাইন ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি নাটোর জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় হতে তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী লাভের পর তিনি তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করে ১ জুলাই ১৯৮১ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ১৯৮১ সালের ২ জুলাই তিনি সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৮৬ সালে উর্ধতন প্রকৌশলী, ১৯৯৩ সালে মুখ্য প্রকৌশলী এবং ২০০১ সালে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। -বিজ্ঞপ্তি
×