ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে শ্রমিক নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪২, ৫ জানুয়ারি ২০১৬

ময়মনসিংহে শ্রমিক নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জেলা মোটর মালিক সমিতির সহ সম্পাদক হাবীবুর রহমানের ওপর হামলার ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি নজরুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। হাবিবুরের বাবা ও ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুরুজ মিয়া বাদী হয়ে সোমবার এই মামলাটি দায়ের করেছেন। গত ২৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জেরে রবিবার বিকেলে শহরের পাটগুদাম বাস টার্মিনালের কাউন্টারে একদল শ্রমিকের ছুরিকাঘাতে জখম হন হাবীবুর। গুরুতর হাবীবকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি পুলিশ জানায়, এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মাগুরায় হামলায় আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ জানুয়ারি ॥ সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত নজির বিশ্বাস (৬৬) রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহমান মোল্লা এবং জাহিদ বিশ্বাস এর দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। জাহিদ বিশ্বাস গ্রুপের নজির বিশ্বাস গত বুধবার মাঠে যাওয়ার পথে প্রতিপক্ষ রহমান মোল্লার সমর্থকরা তাকে কুপিয়ে আহত করে। ইবি’র হল খুলছে আজ ॥ কাল ক্লাস ইবি সংবাদদাতা ॥ শীতকালীন ছুটি শেষে আজ সকল আবাসিক হল খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে এবং বুধবার সকল বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ জানুয়ারি ॥ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়াকে সরেজমিন তদন্তকালে আদালত নির্ধারিত আইনজীবী আব্দুল আউয়ালকে মারধরের ঘটনার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
×