ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চার জেলায় ৭ ডাকাত আটক

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ৪ পুলিশ আহত

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ৪  পুলিশ আহত

জনকণ্ঠ ডেস্ক ॥ চার জেলায় সাত ডাকাত আটক হয়েছে। লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ শেষে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। বরিশালে অস্ত্রসহ আটক হয়েছে চার ডাকাত। চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে মালামাল লুট করে ডাকাত দল। সোনারগাঁয়ে প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক হয় দুই ডাকাত। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : লক্ষ্মীপুর ॥ জেলার চরশাহীর জাফরপুর এলাকায় সোমবার শেষ রাতে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের তালিকাভুক্ত ডাকাত মেহরাজ উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এ সময় ৪ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, একটি এলজি, ৪ রাউন্ড গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে। গুলিবিদ্ধ ডাকাত মেহরাজ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, সুলতান মাহমুদ, বাহার উদ্দিন ও আবদুল মমিনকে ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার মোঃ নাছিম মিয়া জানিয়েছেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামি মেহরাজ উদ্দিন তার দলবল নিয়ে সদর উপজেলার চরশাহীর জাফরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। বরিশাল ॥ জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ কাদের বয়াতীর ঘরে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা ॥ জেলার দামুড়হুদা উপজেলার দুর্গাপুরে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ১০/১২ জনের ডাকাত দল সোমবার শেষ রাতে নুরুল ইসলামের বাড়ির সীমানা প্রাচীর টপকে ও দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করে। ডাকাতদলের সদস্যরা এ সময় অন্তত পাঁচ ভরি সোনার গহনা, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার টাকা নিয়ে গেছে। গৃহকর্তার জামাতা হাসিবুজ্জামান ডাবলু জানান, সপরিবারের তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাত তিনটার দিকে ডাকাত দল বাড়িতে ঢুকে প্রথমে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ মিনিট ধরে ডাকাতি করে। সোনারগাঁও, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পিরোজুপর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা থেকে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সাদ্দাম, রিপন মিয়া। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র চাপাতি, রামদা উদ্ধার করা হয়।
×