ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কোচ বাবুলের

প্রোটিয়াদের কঠিন প্রতিপক্ষ ভাবছে না বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ৫ জানুয়ারি ২০১৬

প্রোটিয়াদের কঠিন প্রতিপক্ষ ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অনুর্ধ ১৯ বিশ্বকাপে আয়োজক বাংলাদেশ দল খেলবে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের যুবাদের খেলতে হবে গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও স্বটল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যেই কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের যুবারা। দলের পরামর্শক হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। কোচ বাবুল আত্মবিশ্বাসী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার লীগ পর্বে খেলার। যদিও গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের গ্রুপেই আছে। কিন্তু তাদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সোমবার মিরপুর জাতীয় একাডেমিতে অনুশীলন শেষে এসব কথা বলেন বাবুল। এ মাসের ২৭ তারিখেই শুরু হয়ে যাবে অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর। প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। তাদেরই অন্যতম প্রতিপক্ষ মনে করছে স্বাগতিক বাংলাদেশ। এ বিষয়ে কোচ বাবুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই আমাদের বিশ্বকাপ পর্ব শুরু হবে। আমরা ওদের সঙ্গে হোম এ্যান্ড এ্যাওয়ে খেলে দু’বারই সিরিজ জিতেছি। ওদের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের ছেলেরা মানসিকভাবে এগিয়ে আছে। আমাদের প্রাথমিক পরিকল্পনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগ খেলা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ আছে। একটি ঢাকায় অন্য দুটি চট্টগ্রামে। আমাদের আপাতত মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে।’ বিগত বিশ্বকাপগুলোতেও বাংলাদেশ দলকে নিয়ে অনেক স্বপ্ন ও প্রত্যাশা তৈরি হলেও কোনবারই তা সফলতার মুখ দেখেনি। ব্যর্থ হয়েছে দল। এ বিষয়ে বাবুল বলেন, ‘আমি ২০১০ থেকে অনুর্ধ ১৯ দলের সঙ্গে আছি। আগের টুর্নামেন্টগুলোতে ভাল শুরু করেও আমরা নির্দিষ্ট একটি ম্যাচে গিয়ে হেরে যেতাম। এবার এই দিকে আমাদের নজর রয়েছে। এটা আসলে অভিজ্ঞতা কম থাকার কারণে হয়েছে।’ গত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছেন এমন ৫ ক্রিকেটার আছেন এবারের দলে। এমনকি অধিনায়ক মেহেদীও দ্বিতীয়বারের মতো দলতে নেতৃত্ব দেবেন। এ বিষয়ে বাবুল বলেন, ‘আশা করছি সুপার লীগে এবার আমরা অবশ্যই খেলব। আমাদের দলে পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার আছে। যাদের শুধু যে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তা নয়; এই বয়সে তারা জাতীয় লীগও খেলেছে।’ মেহেদী মিরাজের অধিনায়কত্ব সম্পর্কে কোচ মিজানুর রহমান বলেন, ‘মিরাজ এই বয়সে খুব ভাল অধিনায়ক হয়ে উঠেছে। শেষ বিশ্বকাপেও মিরাজ অধিনায়কত্ব করেছে। এখন আরও পরিপক্ব হয়েছে। শুধু অধিনায়ক নয়, সে দলের একজন পারফর্মারও বটে। যা অধিনায়কত্ব করতে আরও অনুপ্রাণিত করে একজন খেলোয়াড়কে।’
×