ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে জঙ্গী হামলা, হত ২

প্রকাশিত: ০৮:৪৯, ৪ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে জঙ্গী হামলা, হত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রাদেশিক নগরী মাজার-ই-শরিফের ভারতীয় কনস্যুলেটে রবিবার রাতে জঙ্গী হামলা হয়েছে। এই হামলায় ভারতীয় কনস্যুলেটের কেউ হতাহত হয়নি বলে খবরে বলা হয়েছে। এ সময় আফগান বিশেষ বাহিনীর গুলিতে দুই জঙ্গী নিহত হয়। তবে নিহতদের কোন পরিচয় জানা যায়নি। খবর এনডিটিভি ও এএফপির। স্থানীয় গবর্নরের বরাতে বলা হয়, কয়েকজন জঙ্গী ভারতীয় উপ-দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় দুটো বিস্ফোরণ ও কয়েকটি গুলির শব্দ শোনা যায়। আফগানিস্তানের উপ-দূতাবাসে এমন এক সময় হামলাটি হলো যখন ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় চলছে। এখন পর্যন্ত কোন সন্ত্রাসীগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ভারতীয় কনস্যুলেটের এক কর্মকর্তা কম্পাউন্ডের ভেতর থেকে এএফপিকে টেলিফোনে বলেন, আমাদের ওপর হামলা হয়েছে। ‘লড়াই এখনও চলছে।’ তিনি জানান কনস্যুলেটের নিরাপদ এলাকার মধ্যে আশ্রয় গ্রহণকারী ওই কর্মকর্তা বলেন, কনস্যুলেটের সব কর্মকর্তা নিরাপদে রয়েছেন। মাত্র কয়েকদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাবুল ও ইসলামাবাদ সফরের মাত্র কয়েকদিনের মাথায় এই জঙ্গী হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি আফগান বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আফগানিস্তানের বলখ প্রদেশের গবর্নরের মুখপাত্র মুনীর আহমেদ ফারহাদ বলেন, হামলাকারীরা ভারতীয় কনস্যুলেটের কাছে একটি বাড়িতে লুকিয়ে ছিল এবং অন্ধকার নামার পর তারা হামলা শুরু করে। তিনি জানান, বন্দুকধারীরা কনস্যুলেটের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা তাতে সফল হয়নি। তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এখনও জঙ্গীদের সঙ্গে লড়ছে। অপর এক ভারতীয় কর্মকর্তা বলেন, এই মুহূর্তে পুরো বিষয় খুুবই অস্পষ্ট। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন ভারতীয়র হতাহত হওয়া খবর পাওয়া যায়নি। আফগানিস্তানে ভারতীয় লক্ষ্যবস্তুর ওপর এটিই সর্বশেষ হামলার ঘটনা। এর আগে ২০১৩ সালের আগস্টে আফগানিস্তানের জালালাবাদ শহরে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী বোমাবাজরা ভারতীয় কনস্যুলেটে হামলা চালালে ৭ শিশুসহ ৯ বেসামরিক লোক নিহত হয়।
×