ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ সাক্ষ্য দিলেন শিল্পমন্ত্রী আমু

প্রকাশিত: ০৮:৪৩, ৪ জানুয়ারি ২০১৬

২১ আগস্ট গ্রেনেড  হামলা মামলা ॥  সাক্ষ্য দিলেন শিল্পমন্ত্রী আমু

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাক্ষ্য দিয়েছেন। মামলার ২০৫ নম্বর সাক্ষী হিসেবে তিনি রবিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন সোমবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। জবানবন্দিতে আমু বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের মদদে জঙ্গী নেতা মুফতি হান্নানের নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। ওই গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। হামলার সময় তিনিও ওই সমাবেশে উপস্থিত থাকায় তাঁর গায়েও স্পিøন্টার বিদ্ধ হয়।
×