ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেট থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৫

সিলেট থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ সিলেট থেকে অপহৃত চার বছরের শিশু মাজিয়াকে রাজধানীর খিলগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও টেম্পোস্ট্যান্ডের পাশে একটি বাড়ি থেকে অপহৃত ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তার দুলাভাই রানাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার সিলেটের আখালী নগরবাজার এলাকা থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় অপহরণকারী রানা। অপহরণকারী রানার স্ত্রী ও অপহৃত শিশুটির দূর-সম্পর্কের বোন সুমি জানান, প্রায় দুই মাস আগে রানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা খিলগাঁওয়ের একটি বাসায় থাকতেন। সুমি জানান, কয়েকদিন আগে স্বামী রানা সিলেটে তাদের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সে কৌশলে শিশু মাজিয়াকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। পরে রানা মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর পর পরই আমরা ঢাকায় এসে খিলগাঁও থানা পুলিশকে বিষয়টি জানাই। মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ স্বামী রানাকে আটক করে। শিশু মাজিয়াকে উদ্ধার করে। খিলগাঁও থানার অপারেশন অফিসার মজিবুর রহমান জানান, অপহরণের ঘটনা জানার পর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে রানাকে আটক করে। এ সময় রানা অসুস্থ হয়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে অপারেশন অফিসার মজিবুর রহমান জানান।
×