ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা লিয়াকতসহ দুই রাজাকারের বিরুদ্ধে আজ রিপোর্ট প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা লিয়াকতসহ দুই রাজাকারের বিরুদ্ধে আজ রিপোর্ট প্রকাশ

বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুসলিম লীগ বর্তমানে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীসহ দুই রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা লুটপাট, অগ্নিসংযোগের মতো ছয়টি অভিযোগ আনা হচ্ছে। আজ ধানম-ির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দুই রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সূত্রে এ খবর জানা গেছে। তদন্ত সংস্থা সূত্রে আরও জানা গেছে, নতুন বছরে আরও ডজনখানেক মামলার রিপোর্ট প্রদান করা হবে। এদিকে লিয়াকত ও রজব আলীর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তদন্ত সংস্থা রোমহর্ষক ঘটনার বিষয় জানতে পেরেছেন। হবিগঞ্জের হিন্দু অধ্যুষিত তিনটি গ্রামের মধ্যে একটি গ্রামের কোন চিহ্ন নেই। একটি গ্রামের ১৪ থেকে ৩৫ বছরের হিন্দু যুবকদের হত্যা করা হয়েছে। হিন্দু এলাকা ছাড়াও সেখানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ দুই রাজাকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও তারা হবিগঞ্জের বিভিন্ন স্থানে অপরাধ করেছেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়নি। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুই অপরাধীই পলাতক আছে। তবে তদের বিষয়ে আজ বিস্তারিত জানা যাবে।
×