ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনস্বাস্থ্যে অসামান্য অবদান

সিআরপির ভ্যালেরি ও টিএমএসএসের হোসনে আরা পুরস্কারে ভূষিত

প্রকাশিত: ০৯:২৬, ৯ ডিসেম্বর ২০১৫

 সিআরপির ভ্যালেরি ও টিএমএসএসের হোসনে  আরা পুরস্কারে ভূষিত

স্টাফ রিপোর্টার ॥ জনস্বাস্থ্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি এ্যান টেলর এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমকে পুরস্কারে ভূষিত করল পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ। তৃতীয় পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উপলক্ষে দু’দিনব্যাপী আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী দিন মঙ্গলবার তাঁদের হাতে পাবলিক হেলথ ফাউন্ডেশন পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডাঃ আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন আইসিডিডিআর,বির উপ-নির্বাহী পরিচালক ড. আব্বাস ভূঁইয়া এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম. মোজাহেরুল হক। আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাঃ শারমিন ইয়াসমিন এবং ফেইথ বাংলাদেশের ভাইস-চেয়ারপার্সন নিলুফার আহমেদ করিম।
×