ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বিশ্বসেরা চিন্তাবিদের সম্মান পাওয়ায় যুবলীগের শোকরানা মাহফিল

প্রকাশিত: ০৫:৫১, ৫ ডিসেম্বর ২০১৫

শেখ হাসিনা বিশ্বসেরা চিন্তাবিদের সম্মান পাওয়ায় যুবলীগের শোকরানা মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিশ্বসেরা চিন্তাবিদের সম্মান লাভ করায় শুক্রবার দেশব্যাপী শোকরানা ও দোয়া মাহফিল আয়োজন করে আওয়ামী যুবলীগ। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ র‌্যালি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩তম স্থান লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশব্যাপী শোকরানা ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবলীগ। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী মুফতি মহিউদ্দিন কাশেম। এ সময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ র‌্যালি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা মোবারক আলী সিকদার প্রমুখ।
×