ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ডাক ঘরের সার্বার রুমে ধস

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ডাক ঘরের সার্বার  রুমে ধস

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ প্রধান ডাকঘরের সার্বার রুমে ছাদের প্লাস্টার ধসে তছনছ অবস্থা। কোনভাবে সার্বার চালু রাখা হলেও যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পোস্ট মাস্টার। পুরো ডাকঘর ভবনটিই ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই দ্বিতীয়তলার কোয়ার্টার থেকে পরিবার পরিজন সরিয়ে নেয়া হয়েছে। পোস্ট মাস্টার মোসলেম হালদার জানান, স্টাফ এবং গ্রাহকদের নিয়ে খুবই ভয়ের মধ্যে অফিস করতে হচ্ছে। অফিস চলাকালে ছাদের আস্তর খসে পড়েছে। বৃষ্টির পানি ঝরছে ভবনে। বৃষ্টির পানি ধরে ছাদের আস্তর খসে পড়ে সার্বার রুমের সিলিং মারাত্মক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে গ্রাহকদের স্বার্থে ঝুঁকি নিয়েই সার্বার চালু রাখা হয়েছে। এতে অনেক মূল্যবান যন্ত্রপাতি বিনষ্ট হচ্ছে। পোস্ট অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার উচ্চ পর্যায়ের টিম পরিদর্শন করে ভবনটি ব্যবহারের অনুপযোগী উল্লেখ করে ২০১৩ সালের ৫মে ডাক বিভাগের মহাপরিচালককে পত্র দেয়। এরপরও ব্যবস্থা নেয়া হয়নি। ঝুঁকির মধ্যেই চলছে কার্যক্রম। এই নিয়ে সর্বশেষ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও বিস্তারিত আলোচনা হয়।
×