ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাড়াশে ধর্ষণ মামলা আপোস না করায় সমাজচ্যুত

প্রকাশিত: ০৫:১৪, ১৪ সেপ্টেম্বর ২০১৫

তাড়াশে ধর্ষণ মামলা আপোস না করায় সমাজচ্যুত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে ধর্ষণ মামলা তুলে না নেয়ায় এবং গ্রাম শালিসে আপসের প্রস্তাব উপেক্ষা করায় শালিসী বৈঠকে ধর্ষিত কলেজছাত্রীর পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। শুক্রবার রাতে তাদের সমাজচ্যুত করার ঘোষণা দেয়া হয়। উপজেলার মাঝদক্ষিণা গ্রামের ওই শালিসে গ্রামের ডাঃ শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক তালুকদার, এশারত আলী বাবুসহ অনেক মাতব্বরই উপস্থিত ছিলেন । তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ সরকারী কলেজের ইসলামের ইতিহাসের শেষ বর্ষের ছাত্রী শনিবার রাত ৮ টার দিকে মুঠোফোনে জানান, ১ আগস্ট রাত ১১টার দিকে নিজ বাড়ির মাটিরঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পূর্বপাড়ার কলিম মাস্টারের ছেলে অবিবাহিত আবুল বাশার (৩৭) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর বিষয়টি গ্রাম্য শালিসে আপোসের প্রস্তাব উপেক্ষা করে তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করেনি। মামলা তুলে না নেয়ায় গ্রাম্য শালিসে তাদের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, ধর্ষণ মামলার তদন্ত চলছে।
×