ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত গ্যাসের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগ বাড়বে ॥ কামাল হোসেন

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ আগস্ট ২০১৫

বিদ্যুত গ্যাসের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগ বাড়বে ॥ কামাল হোসেন

স্টাফ রিপোর্টার ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশে শিশুহত্যা-খুন-ক্রসফায়ারসহ মাদকের ভয়াবহতা বেড়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন তিনি। গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেন, কোন কারণ ছাড়াই সরকার হঠাৎ করে বিদ্যুত ও গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। বাড়বে পণ্যের দাম। সাধারণ মানুষের জীবনযাপনে নাভিঃশ্বাস উঠবে। এ বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেন, মাত্র কিছুদিন পূর্বে এনার্জি রেগুলেটরি কমিটি গণশুনানি করে সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুত ও গ্যাসের মূল্যবৃদ্ধি না করার। কিন্তু হঠাৎ করে সরকার সকলের দাবি উপেক্ষা করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াল। এই সিদ্ধান্ত মোটেই মানুষের কল্যাণ বয়ে আনবে না। যা মড়ার ওপর খাঁড়ার ঘা’য়ের শামিল। তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য যেখানে কমে গেছে সেখানে জ্বালানির মূল্যবাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক হতে পারে না।
×